Read in English
This Article is From Oct 08, 2018

Nobel Economics 2018 অর্থনীতিতে নোবেল জিতলেন উইলিয়াম নর্ডহাউস এবং পল রোমার

সোমবার সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস জানিয়েছে, ম্যাক্রো অর্থনীতিতে জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয় বিষয়ে গবেষণার জন্য নোবেল অর্থনীতি পুরস্কার জিতেছেন তাঁরা।

Advertisement
ওয়ার্ল্ড

2018 সালে অর্থনীতিতে নোবেল জিতলেন উইলিয়াম নর্ডহাউস এবং পল রোমার

স্টকহোম :

এই বছর অর্থনীতিতে নোবেল জয় করলেন উইলিয়াম নর্ডহাউস এবং পল রোমার। সোমবার সুইডিশ আকাদেমি অব সায়েন্সেস জানিয়েছে, ম্যাক্রো অর্থনীতিতে জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয় বিষয়ে গবেষণার জন্য নোবেল অর্থনীতি পুরস্কার জিতেছেন তাঁরা।

"কীভাবে বাজার অর্থনীতি প্রকৃতি এবং জ্ঞানের সাথে যোগাযোগ করে তা ব্যাখ্যা করে এমন মডেলগুলি তৈরি করে অর্থনৈতিক বিশ্লেষণ সুযোগ আরও বৃদ্ধি করেছেন তাঁরা", বিবৃতিতে জানিয়েছে আকাদেমি।

9 মিলিয়ন সুইডিশ ক্রাউন (1 মিলিয়ন ডলার) মূল্যের অর্থনীতির পুরস্কার দেওয়া শুরু হয় 1968 সাল থেকে। 1895 সালে সুইডিশ শিল্পপতি অ্যালফ্রেড নোবেলের শুরু করা মূল পাঁচটি নোবেল পুরস্কারের অংশ ছিল না অর্থনিতির বিষয়টি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement