Read in English
This Article is From Oct 17, 2019

ভাগ্যিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় NYAY- র জন্য নোবেল পাননি: তথাগত রায়

নোবেল জয়ী হিসাবে ওই অর্থনীতিবিদের নাম ঘোষণা হওয়ার পর ১৪ অক্টোবর ওই টুইট করেন মেঘালয়ের রাজ্যপাল Tathagata Roy

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

Nobel Prize 2019: কোনও দিন অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের নামই শোনেননি তিনি, বলেন তথাগত রায়

শিলং:

এর আগে বহু বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। ফের এক বিতর্ক উস্কে দিলেন তিনি (Tathagata Roy)। কংগ্রেসকে "ন্যায়" (NYAY Scheme) প্রকল্পের ধারণা দেওয়ার জন্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Banerjee) সমালোচনা করলেন তিনি। গত লোকসভা নির্বাচনের আগে দেশে গরিব পরিবারগুলির বছরে ন্যূনতম ৭২,০০০ টাকা আয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে  'ন্যায়' করার আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। জানা গেছে, কংগ্রেসের এই 'ন্যায়'-এর ভাবনাকে যাঁরা প্রকল্পের রূপ দিতে সহায়তা করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন এই নোবেল জয়ী (Nobel Prize 2019) অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এবার তাই এই  'ন্যায়' প্রকল্প নিয়েই নোবেল জয়ীকে কটাক্ষ করলেন তথাগত রায়। যদিও একই সঙ্গে তিনি টুইটে লেখেন যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের জন্য তিনি গর্বিত, যিনি তাঁর ফরাসি-আমেরিকান স্ত্রী এস্থার ডুফ্লো এবং অন্য আরেকজন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে সম্মিলিতভাবে ''দারিদ্য দূরীকরণে পরীক্ষামূলক পদ্ধতির জন্য" নোবেল পুরস্কার পেয়েছেন। নোবল জয়ী হিসাবে ওই অর্থনীতিবিদের নাম ঘোষণা হওয়ার পর ১৪ অক্টোবর  টুইট করেন মেঘালয়ের রাজ্যপাল।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় NYAY-কে সমর্থন করেছেন, এটি বাস্তবে পরিণত হবেই: প্রিয়াঙ্কা গান্ধি

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় বলেন যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ন্যায় প্রকল্প আসলে একটি  হঠকারী এবং পাগলামি। ধন্যবাদ যে ব্যানার্জি এবং এমএস ডুফলো ন্যায়ের জন্য পুরস্কার পাননি। তিনি একথাও বলেন যে, ভাল কিছু পরীক্ষামূলক কাজের জন্য ওই পুরস্কার পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এমন অদ্ভুত কিছুর জন্য়ে নয়।

Advertisement

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের জন্য তিনি গর্বিত বলে উল্লেখ করে তথাগত আরও একটি টুইট করে বলেন, আমি একজন ভারতীয় এবং একজন কলকাতার মানুষ হিসাবে গর্ববোধ করি। তিনি ভারতীয় বংশোদ্ভূত হওয়াতেই আমার এই গর্ব হচ্ছে । আমি যেমন হরগোবিন্দ খোরানা, এস চন্দ্রশেখর বা ভি রামকৃষ্ণনের জন্য গর্ববোধ করেছি, ওনার জন্যেও করছি। এমনকি জায়নিস্ট ইহুদিরাও তো কার্ল মার্ক্সকে নিয়ে গর্বিত!

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

Advertisement

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের (বর্তমানে বিশ্ববিদ্যালয়) প্রাক্তন ছাত্র।

এই প্রসঙ্গে তথাগত রায় যদিও বলেন যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি এর আগে কখনও শোনেননি। তবে, "আমি অর্থনীতিবিদ নই ..., " টুইট করেন তিনি।

Advertisement

এর আগে সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে কংগ্রেসের ন্যায় প্রকল্পের সমালোচনা করে তথাগত রায় বলেছিলেন যে, এটি একটি হঠকারী ঘোষণা ছিল, কেননা এই প্রকল্পের জন্যে প্রয়োজনীয় বিপুল অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি। "(প্রকল্পটি বাস্তবায়নের জন্য) কোথা থেকে অর্থ আসবে তা থেকে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। আমি কেবল এটিই বলতে চেয়েছিলাম", যোগ করেন তিনি ।

ত্রিপুরার গভর্নর থাকাকালীন তথাগত রায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়াও রোহিঙ্গা ও কাশ্মীর সহ অন্যান্য ইস্যুতে তাঁর মন্তব্য অনেক সময়েই বিতর্ক সৃষ্টি করে ছিল।

Advertisement

দেখুন ১৬.১০.২০১৯-এর সেরা খবর:

  .  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement