কল্যাণমূলক অর্থনীতিতে ১৯৯৮-এ নোলেন পুরষ্কার পান অর্মত্য সেন
কলকাতা: অর্থনীতিতে নোবেল (Nobel for Economics) পুরস্কার পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) আর তাতেই আনন্দিত আরেক বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সোমবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খবর পাওয়ার পরেই এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, তিনি “খুবই খুশি এবং আনন্দিত” যে যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কল্যাণমূলক অর্থনীতিতে ১৯৯৮-এ নোলেন পুরষ্কার পান অর্মত্য সেন। বস্টন থেকে পিটিআইয়ের সঙ্গে কথোপকথনে অর্মত্য সেন বলেন, “আমি খুবই খুশি এবং আনন্দিত যে, অর্থনীতিতে অন্যান্যদের সঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়”। স্ত্রী এস্টার ডাফলো এবং আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রিমারের সঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। “আন্তর্জাতিক দারিদ্র দুরীকরণে পরীক্ষামূলক পদক্ষেপের” জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ ৩ অর্থনীতিবিদ
অর্মত্য সেন বলেন, “আমি মনে করি সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকেই এই পুরস্কার দেওয়া হয়েছে”। বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির ফোর্ড ফাউন্ডেশন অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
হাভার্ড বিশ্ববিদ্যালের অধ্যাপক অর্মত্য সেন, ১৯৮৮ তে সেখান থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। দুজনেই তৎকালীন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় প্রেসিডেন্সি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)