This Article is From Oct 15, 2019

"যখন অর্থনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়...": সরকারকে পরামর্শ নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

Abhijit Banerjee on Indian Economy: ভারতের অর্থনীতির অবস্থা এবং তার ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, "ভবিষ্যতে কী হবে তা নিয়ে নয় বরং বর্তমান পরিস্থিতি বিষয়ে মতামত দিতে পারি"

Nobel Prize winner Abhijit Banerjee একটি সাংবাদিক সম্মেলন করেন

নিউ ইয়র্ক:

স্ত্রী এস্থার ডুফ্লো এবং হার্ভার্ডের মাইকেল ক্রেমারের সঙ্গে যৌথভাবে অর্থনীতিতে ২০১৯ সালের নোবেল পুরস্কার জয়ী প্রবাসী ভারতীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) এবার মুখ খুললেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে।  সোমবার বলেন যে, ভারতীয় অর্থনীতির বর্তমানে "খুব খারাপ অবস্থা", এমনকি সরকারও স্বীকার করে নিচ্ছে যে কোনও বড় সমস্যা হচ্ছে। নোবেল পুরস্কার জয়ের পরে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, "আমার চোখে অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে"। ভারতের অর্থনীতির অবস্থা এবং তার ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, "ভবিষ্যতে কী হবে তা নিয়ে নয় বরং বর্তমান পরিস্থিতি বিষয়ে আমি আমার মতামত দিতে পারি"। প্রতি ১.৫ বছর অন্তর অন্তর হওয়া জাতীয় সমীক্ষায় ভারতের শহর ও গ্রাম অঞ্চলের গড় খরচের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা যে পরিসংখ্যান দেখতে পাচ্ছি তা হ'ল যে ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ সালের মধ্যে এই পরিমান কিছুটা কমেছে। বহু বছর পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে তাই এটা অবশ্যই খুব সুস্পষ্ট সতর্কতা চিহ্ন"।

 সাউথ পয়েন্টের মুখচোরা ফুটবলপ্রেমী অভিজিৎই নোবেলজয়ী! কী বলছেন তাঁর শিক্ষকেরা?

এই নিয়ে বেশ ভালই দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে সরকারের দেওয়া তথ্য ঠিক নাকি এই সমীক্ষায় মেলা তথ্যটি ঠিক, একথাও উল্লেখ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।  "তবে যাই হোক, আমি মনে করি যে এটি এমন একটি বিষয় যে  সরকারও ক্রমবর্ধমান একটি সমস্যা যে আছে তা স্বীকার করে নিয়েছে। সুতরাং অর্থনীতি ক্রমশই ধীরগতিপ্রাপ্ত হচ্ছে। তবে কতটা দ্রুত এটা ধীরগতিপ্রাপ্ত হচ্ছে তা নিয়ে বিরোধ থাকলেও আমি মনে করি যে এটা হচ্ছে", বলেন তিনি। নোবেল জয়ী অর্থনীতিবিদ একথাও যোগ করেন যে, এই ব্যবস্থা রোধ করতে এখনই ঠিক কী কী করা উচিত তা তাঁর জানা নেই। "বাজেটের লক্ষ্যমাত্রা এবং আর্থিক লক্ষ্যমাত্রা ধরে রাখার ভান করে সকলকে খুশি করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সরকারের বিশাল ঘাটতি হবে", এমন কথাও বলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

‘‘অত্যন্ত গর্বিত'': অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় প্রসঙ্গে মনমোহন সিংহ

ভারতীয়-আমেরিকান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার (Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer) যৌথভাবে ‘বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে পরীক্ষামূলক পদ্ধতির জন্য' সোমবার ২০১৯ সালের নোবেল অর্থনীতি পুরস্কার (2019 Nobel Economics Prize) পান।

কলকাতা থেকে ষষ্ঠ নোবেল বিজয়ী হওয়ায়  তিনি কেমন অনুভব করছেন তা জানতে চাইলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি মনে করি ওঁনারা আমার চেয়ে অনেক বেশি পরিচিত"।

তিনি আরও বলেন, "আমি মনে করি যে এই পুরস্কার জয়ের ফলে আমার কাছে উদ্ভাবনী কাজ করার আরও সুযোগ উন্মুক্ত হয়ে যাবে। আমি মনে করি আমি যা করছি তা উপভোগ করছি এবং আমি এখনও পর্যন্ত যা পেয়েছি তাতে সন্তুষ্ট"।

দেখুন ভিডিও:

.