Read in English
This Article is From Mar 14, 2019

‘কেউ কী শুনছে’, হেসে কুটোপাটি টুইটার

নিশ্চয়ই ‘নোবডি’ (Nobody) মেমে দেখেই ফেলেছেন। ইন্টারনেট জুড়ে এখন নোবডি-রই দাপট।

Advertisement
অফবিট

মুম্বই পুলিশও ‘নোবডি’ ফরম্যাট ব্যবহার করেছে

Highlights

  • ‘সামনিং সার্কেল মেমে’ মানুষের গভীর-মজাদার ইচ্ছেগুলিকে নিয়ে তৈরি হয়েছিল।
  • মুম্বই পুলিশও ‘নোবডি’ গেমে যোগ দিয়েছে একটি টুইট করে
  • ইন্টারনেট জুড়ে এখন নোবডি-রই দাপট।

ট্রেন্ডিং বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে আপনার ভালোই লাগে? তা হলে নিশ্চয়ই ‘নোবডি' (Nobody) মেমে দেখেই ফেলেছেন। ইন্টারনেট জুড়ে এখন নোবডি-রই দাপট। আমাদের মধ্যেই অনেকে থাকেন যারা কেউ শুনুক বা নাই শুনুক নিজের বক্তব্য প্রকাশের জন্য মরিয়া হয়ে ওঠেন। তাদের নিয়ে মজা করেই তৈরি হয়েছে নোবডি। ইতিমধ্যেই নোবডির বেশ কিছু ভক্তও তৈরি হয়ে গিয়েছে। আমরা তার মধ্যে থেকেই বেছে এনেছি বেশ কিছু মজার নোবডি টুইট, দেখে সকাল সকাল গড়াগড়ি দিয়ে খানিকটা হেসে নিন। দিনটা বেশ আনন্দেই কাটবে।

মানুষ আমার সিনেমা ভালোবাসেন, তাই আমি আশাবাদী; যাদবপুরে মিমি চক্রবর্তী

দেখুন এখানে:

এমনকী মুম্বই পুলিশও পিছিয়ে নেই। তারাও এই ‘নোবডি' গেমে যোগ দিয়েছে একটি টুইট করে:

এই মেমের জনপ্রিয়তা এমনই তুঙ্গে যে এ নিয়ে টুইটার মুহূর্তও তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

সর্বনিম্ন ভোট পড়েছিল গতবার, উত্তর কলকাতাকে 'উদ্বুদ্ধ' করতে শর্টফিল্ম বানাচ্ছে কমিশন

তবে কোনও মেমে ফরম্যাট টুইটারকে এমন গ্রাস করে ফেললো এক্ষেত্রে নোবডি-ই প্রথম তেমনটা কিন্তু নয়। সম্প্রতি ‘সামনিং সার্কেল মেমে' মানুষের গভীর-মজাদার ইচ্ছেগুলিকে নিয়ে তৈরি হয়েছিল।

Advertisement

আপনি তা হলে কোন টুইটটা দেখে সবথেকে বেশি হাসলে? আমাদের লিখে জানান মন্তব্য বিভাগে।

Advertisement