কংগ্রেসের উপস্থিতি নিয়ে যে আর কোনও সংশয় নেই তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস
- এত বড় সমাবেশ গত চার দশকে পূর্ব ভারতের কোথাও হয়নিঃ মমতা
- 'বামেদের আমন্ত্রণ করে দায়িত্ব পালন করেছি, আসা না আসা ওদের ব্যাপার'
- শহিদ দিবসের মঞ্চ থেকে এই সমাবেশের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী
কলকাতা: তাঁর দলের জনসভায় কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব দেখা যাবে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মঙ্গলবার তিনি জানান ১৯ জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভা হতে চলেছে তার মতো বড় সমাবেশ গত চার দশকে পূর্ব ভারতের কোথাও হয়নি। তবে এই সভায় যোগদানের ব্যাপারে বামেরা যে এখনও কিছু জানায়নি তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কংগ্রেসের উপস্থিতি নিয়ে যে আর কোনও সংশয় নেই তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের তরফে শনিবারের সভায় হাজির থাকবেন মল্লিকার্জুন খাড়গে। তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা
সুপ্রিম রায়ে এখনই রথযাত্রা নয় বঙ্গ বিজেপির
অন্যদিকে বসপা প্রধান মায়াবতীর সভায় হাজির থাকা প্রসঙ্গে মমতা বলেন, হয়ত নিজের জায়গায় অন্য কাউকে পাঠাবেন উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার সময় সভার সাফল্য নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন মমতা। তিনি বলেন, ‘আপনারা দেখবেন সভায় কারা কারা হাজির থাকছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীরা সভায় আসবেন। কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা আসছেন।'
ঘাটতি মেটাতে কলেজ পাস পড়ুয়াদের ইন্টার্ন শিক্ষক হিসেবে নিয়োগ করতে চায় রাজ্য: মুখ্যমন্ত্রী
গত বছরের ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে এই সমাবেশের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত কয়েক মাস ধরে সমাবেশকে সফল করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। বিজেপি বিরোধী দলের নেতাদের আমন্ত্রণের কাজও সেরেছেন। জানা গিয়েছে তেলেগু দেশম পার্টি (টিডিপি), জনতা দল সেকুলার (জেডিএস), আম আদমি পার্টি ( আপ), ন্যশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), পিডিপি, এন সি এবং ডিএমকের মতো দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি দল সভায় আসার ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছে। থাকছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অনেকেই।
মুখ্যমন্ত্রীকে বামেদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে অন্য বাম দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। কিন্তু কোনও দল যদি রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য হাজির না থাকে তাতে আমার কিছু করার নেই। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি।
দীর্ঘ দিন ধরে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলার নিয়ে আসার কাজ করছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই সভার আয়োজন করা হয়েছে।
দেখুন ভিডিও :
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)