আজ দিল্লিতে চন্দ্রবাবু নায়ডু এবং ফারুখ আবদুল্লার সঙ্গে বৈঠক করেন এনসিপি প্রধান
নিউ দিল্লি: এনসিপি প্রধান শরদ পাওয়ার আজ জানালেন বিজেপি বিরোধী সমস্ত দল এক জায়গায় হয়ে সরকারের বিরুদ্ধে প্রচার চালাবে। সিবিআই এবং রিজার্ভ ব্যাঙ্কের মতো সরকারি সংস্থার ওপর জুলুম করছে বলে দাবি করে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডু এই ব্যাপারে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন এবং বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন। এই দলগুলির মধ্যে থাকবে কংগ্রেসও। তারপর এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য দিল্লিতে একটি বৈঠক হবে। আজ দিল্লিতে চন্দ্রবাবু নায়ডু এবং ফারুখ আবদুল্লার সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন এনসিপি প্রধান। "গণতন্ত্রকে বাঁচানোর জন্য যদি আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করি, তাহলে আমরা দেশকে অবশ্যই বাঁচাতে পারব। অন্যান্য রাজ্যের নেতাদের সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলবেন চন্দ্রবাবু নায়ডু", সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি।
রিজার্ভ ব্যাঙ্ক ও সিবিআইয়ের মতো সংস্থার ওপর জুলুমের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে বলে দাবি করে শরদ পাওয়ার বলেন, দেশ তথা দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের সকলকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)