তাপমাত্রা বাড়তে শুরু করলেই করোনা ভাইরাসের দৌরাত্ম্য কমবে এই দাবিকেও উড়িয়ে দিয়েছেন এইমসের চিকিৎসক।
হাইলাইটস
- আমিষ খেলে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে, এই দাবি নস্যাৎ করলেন এইমসের চিকিৎসক
- পাশাপাশি তিনি জানান, তাপমাত্রা বাড়া কমার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই
- তিনি সকলকে ঘনঘন সাবান দিয়ে হাত দোয়ার পরামর্শ দিয়েছেন
নয়াদিল্লি: আমিষ (Non-Veg) বা ডিম জাতীয় খেলে তা থেকে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ হতে পারে— এমন দাবিকে উড়িয়ে দিলেন এইমস-এর (AIIMS) অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়া। তবে তিনি জানিয়েছেন, ‘‘সাধারণ স্বাস্থ্য সতর্কতা হিসেবে সব ধরনের মাংসই ভাল করে ধুয়ে ও সুসিদ্ধ ভাবে রান্না করে খাওয়া উচিত।'' পাশাপাশি ড. গুলেরিয়া এই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন যে, তাপমাত্রা বাড়তে শুরু করলেই করোনা ভাইরাসের দৌরাত্ম্য কমবে ও ক্রমে তা অদৃশ্য হয়ে যাবে।
ড. গুলেরিয়া জানান, ‘‘ওই ভাইরাসের প্রভাব সিঙ্গাপুরের মতো উষ্ণ আবহাওয়া কিংবা ইউরোপের দেশগুলির মতো শীতল আবহাওয়া উভয় ক্ষেত্রেই গুরুতর।''
করোনা ভাইরাসকে “বিজ্ঞাপিত বিপর্যয়” ঘোষণা করল ভারত, দেওয়া হবে ক্ষতিপূরণ
এইমসের চিকিৎসক আরও বলেন, ‘‘অ্যালকোহল সেবন করলে করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব, এই দাবিও ঠিক নয়।'' পাশাপাশি তিনি এও জানিয়েছেন, লবঙ্গ বা অন্য কোনও ওষধি সেবন করলেও তা করোনা সংক্রমণ এড়াতে কোনও ভাবে সাহায্য করে না।
করোনা প্রতিরোধে ব্যালটে পুরভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন
করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে তিনি সকলকে পরামর্শ দিয়েছেন, হাত ভাল করে ধুতে। সংক্রমণ এড়াতে ঘনঘন সাবান দিয়ে হাত ধোওয়ার কথা বলেন তিনি।
‘‘সাবান না থাকলে তার পরিবর্তে কেউ স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন।'' বলেন তিনি।