উত্তর-পূর্ব বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল এবং পুদুচেরিতে হানা দিয়েছে।
চেন্নাই: উত্তর-পূর্বের বর্ষা আজ দক্ষিণ ভারতের আকাশকে দখল করে নিল। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। এর ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিস্তীর্ণ অঞ্চল প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হবে বলেও মনে করছে তারা। এরিয়া সাইক্লোন সতর্কসংকেত কেন্দ্রের অধিকর্তা এস বালাচন্দ্রন চেন্নাইতে সাংবাদিকদের এই কথা জানান। "উত্তর-পূর্ব বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল এবং পুদুচেরি, দক্ষিণ তামিলনাড়ু, কেরালার দাক্ষিণাত্য এবং অন্দ্রপ্রদেশের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে হানা দেবে বলে মনে করা হচ্ছে", বলেন তিনি।
তামিলনাড়ু, কেরালা, রায়লসীমা এবং দক্ষিণ কর্নাটকের অবশিষ্ট অংশেও সংশ্লিষ্ট বর্ষাটি আগামীকাল হানা দিতে পারে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, তামিলনাড়ু চিরকালই নির্ভরশীল উত্তর-পূর্ব বর্ষার ওপর। যার ফলে ওই রাজ্যে সিংহভাগ বৃষ্টিপাত হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)