ভুল তথ্যে কান না দেওয়ার জন্য অসমের নাগরিকদের আর্জি জানান সর্বানন্দ সোনোওয়াল।
গুয়াহাটি: নাগরিকত্ব আইন (New Citizenship Law) বাইরে থেকে নতুন করে অনুপ্রবেশকারীদের ঢোকার পথকে মোটেই প্রশস্ত করছে না। বরং যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বহু বছর ধরে এখানে আশ্রয় নিয়েছেন তাঁদের ভারতীয় নাগরিকত্ব লাভের আবেদন করার সুযোগ করে দিচ্ছে। শুক্রবার দাবি করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল (Sarbananda Sonowal)। অসম-সহ উত্তর-পূর্বের আশঙ্কা নয়া আইন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ঢোকার সুযোগ করে দেবে। সেই আশঙ্কাকে উড়িয়ে অসমের মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘নাগরিকত্ব (সংশোধনী) আইনের ফলে বাংলাদেশ থেকে একজনও অসমে ঢোকার সুযোগ পাবে না।''
গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘কেবল যাঁরা বহু দশক ধরে অসমে বাস করছেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এখানে এসে তাঁৱা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।''
সর্বানন্দ সোনোওয়াল আরও জানান, একবার নাগরিকত্বের আবেদন জমা পড়ার পদ্ধতি শেষ হলে আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘‘এটা নিশ্চিত যে নাগরিকত্বের অনুমোদন আমাদের সামাজিক গঠনে কোনও প্রভাব ফেলবে না। অসম চুক্তির ৬ নম্বর ধারা অসমিয়াদের সাংস্কৃতিক, ভাষাগত, পরিচয়গত, ঐতিহ্যগত সংরক্ষণ করতে সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক অধিকার দেয়।''
ভুল তথ্যে কান না দেওয়ার জন্য তিনি অসমের নাগরিকদের আর্জি জানান।