This Article is From Dec 12, 2018

আইনের উপরে নই, দেশ ছেড়েও পালাচ্ছি না, তল্লাশির পর প্রতিক্রিয়া রবার্ট ভদ্রার

জমি  কেনা বেচা সংক্রান্ত ব্যাপারে তদন্তের মুখে পড়েছেন গান্ধি পরিবারের জামাতা রবার্ট ভদ্রা।

আইনের উপরে নই, দেশ ছেড়েও পালাচ্ছি না, তল্লাশির পর প্রতিক্রিয়া রবার্ট ভদ্রার
নিউ দিল্লি:

জমি  কেনা বেচা সংক্রান্ত ব্যাপারে তদন্তের মুখে পড়েছেন গান্ধি পরিবারের জামাতা রবার্ট ভদ্রা। তিনি জানান তদন্তে সাহায্য করতে চাই। অন্য দেশে পালিয়ে  যাওয়ারও পরিকল্পনা নেই। কিন্তু ‘রাজনৈতিক প্রতিহিংসা'  কাম্য নয়। তাঁর কথায়  আমি পালিয়ে যাচ্ছি না। আমি এখানেই আছি। আমি আইনের উপরে নই তাই সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলব। কিন্তু তার মানে  এই নয় যে কেউ আমার বাড়িতে  এসে তল্লাশির নামে  তান্ডব চালাতে পারে।

গত সপ্তাহে রবার্টের দিল্লির অফিসে তল্লাশি চালায়  ইডি। একই সঙ্গে  রাজস্থানে তাঁর দুই সঙ্গীর বাড়িতেও তল্লাশি চালায় এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা।  রবার্টের আইনজীবী দাবি করেন  ইচ্ছাকৃত প্রমাণ রেখে আসার জন্যই চলেছে  তল্লাশি। 

 

সম্পতিগত ও পারিবারিক বিবাদের জেরে কলকাতার বাঙ্গরু পরিবারের বাড়িতে তল্লাশি

রবার্ট বলেন তল্লাশির নেপথ্যে আছে  রাজনৈতিক উদ্দেশ ।  আমার মা হাসপাতালে  ভর্তি। তারপরও এ ধরনের ঘটনা ঘটছে। আমরা  কোনও অপরাধ  করিনি। আর তাই আমাদের  ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাঁর অভিযোগ তদন্ত সংস্থা অনুমতি ছাড়াই তল্লাশি চালিয়েছে। আর তালা ভেঙে ঢুকে  তল্লাশির নামে  তাণ্ডব চালিয়েছে।

 

.