মমতা বন্দোপাধ্যায় অবশ্য বারবার বলছেন বিজেপিকে হারানোই তাঁর লক্ষ্য, প্রধানমন্ত্রী হওয়া নয়।
নিউ দিল্লি: তিনি নিজেও প্রধানমন্ত্রী হয়েছিলেন অপ্রত্যাশিতভাবে। কিন্তু, এক বছরের বেশি পদে থাকাও হয়নি। তবে জনতা দল সেকুলারের প্রধান তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি দেবেগৌড়ার 1996 সালে প্রধানমন্ত্রী হওয়া জাতীয় রাজনীতির ইতিহাসে এক বর্ণময় ঘটনা। সেই দেবেগৌড়া এবার আসরে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। প্রস্তাবিত বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতাকে দেখতে যে তাঁর আপত্তি নেই তা জানালেন সংবাদসংস্থা পিটিআইকে। মজার কথা 1996 সালে এক বঙ্গসন্তান জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু, তাঁর দল সিপিএম রাজি না হওয়ায় আশা ছাড়তে হয় জ্যোতি বসুকে। আর তাই বিকল্প হিসেবে উঠে আসেন দেবেগৌড়া। এবার তিনিই আরেক বঙ্গসন্তানকে প্রধানমন্ত্রী পদে দেখার আশা প্রকাশ করলেন।
সংবাদসংস্থাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, বিরধী জোট এখনও সম্পূর্ণ চেহারা পায়নি। কিন্ত, মমতা এ ব্যাপারে খুব ভালো কাজ করছেন। বিজেপি বিরোধী বিভিন্ন দলকে এক ছাতার তলায় আনতে তাঁর উদ্যোগ প্রশংসার যোগ্য। অসমে নাগরিকদের খসড়া তালিকা প্রকাশের পর মমতার ভূমিকা আরও আগ্রাসী হয়েছে। এটা বিরোধী জোটের ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করেন জেডিএস প্রধান।
মাত্র কয়েক মাস আগে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে জেডিএস। বিধানসভা নির্বাচনে অনেক বেশি আসনে পেয়েও জেডিএসকে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেয় কংগ্রেস। দায়িত্ব নেন দেবেগৌড়ার ছেলে কুমারস্বামী। সেই জোটকে অনেকেই বিজেপি বিরোধিতার মডেল হিসেবে দেখছেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন মমতা সহ তাবড় বিরোধী নেতানেত্রীরা। এদিন দেবেগৌড়া জানিয়েছেন জোট এখনও আছে। আগামী লোকসভা নির্বাচনে দু'টি দল একসঙ্গে লড়াইও করবে। তিনি আরও জানিয়েছেন আসন্ন নির্বাচনে বিরোধী জোট গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী নন। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও দলের নেতাদের জানিয়েছেন মমতা বা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদে দেখতে তাঁর আপত্তি নেই। তবে এ সংক্রান্ত সিদ্ধান্ত হবে ভোটের পর। এবার প্রায় একই কথা বললেন দেবেগৌড়াও। মমতা নিজে অবশ্য বারবার বলছেন বিজেপিকে হারানোই তাঁর লক্ষ্য, প্রধানমন্ত্রী হওয়া নয়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)