বিজেপিকে রুখতে বিরোধী মহাজোটের প্রস্তাব দিয়েছেন মমতা।
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের মহাজোট গঠনের প্রক্রিয়া চলছে বেশ কিছু দিন ধরে। তবে সেই জোটে কংগ্রেসের অবস্থান কী হবে তা নিয়ে নানা মুণির নানা মত। কয়েকটি আঞ্চলিক দলের মতে কংগ্রেসকে বাইরে রেকেই করা উচিত জোট। এ মত মানতে চাইছে না এমন দলও সংখ্যায় কম না। এমতাবস্থায় বিজেপির'একশো হিটলারের সরকারকে হারাতে কংগ্রেসের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া টুডে পত্রিকাকে দেওয়া সাক্ষৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন নীতি এবং আদর্শে মিল আছে এমন কারও সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই। তবে তিনি যে এই জোট করার ব্যাপারে ইউপিউএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধির উপরেই ভরসা রাখবেন সেটাও বুঝিয়েছেন। তাঁর কথায়, ' আমি রাজীবজি কে চিনতাম। সোনিয়াজিকেও জানি। ওঁদের বিষয়ে বলতেও পারব। কিন্ত রাহুলের বয়স অনেক কম, অভিজ্ঞতাও কম। তাই ওঁর বিষয়ে কোনও কথা বলতে পারব না। '
দেশের রাজনীতিতে মহাজোটের প্রসঙ্গ এলেই প্রশ্ন ওঠে, নেতা কে হবেন? কাকে সামনে রেখে লড়াই করবে জোট? কিন্ত মমতা মনে করেন নেতা নির্বাচনে মন না দিয়ে বিরোধী দলগুলির উচিত একসঙ্গে কাজ করা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েদেন কোন পথে জোট গড়ে উঠবে তা ঠিক হবে সম্মিলত সিদ্ধান্তে। কংগ্রেসকে ভাল ফল করলে তারাই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
জোট আলোচনা শুরু হতেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্ত রাজনৈতিক বধ্যবাধকতায় কয়েকটি আঞ্চলিক দল তাতে আপত্তি তুলেছে।কিন্ত মুখ্যমন্ত্রীর মতে আলোচনার মাধ্যমে মাত্র 75 টি আসনে বিজেপির বিরুদ্ধে একজনকেই প্রার্থী করলে কেন্দ্রের শাসক দল সমস্যায় পড়বে। শুধু উত্তর প্রদেশে সপা ও বসপা একযোগে লড়াই করলেই বিজেপির পতন নিশ্চিত বলে তাঁর দাবি।
মমতা কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বললেও আপত্তি তুলেছেন প্রদেশ নেতাদের একটা বড় অংশ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি শুক্রবার এ রাজ্যের নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক করেন। সেখানে প্রদেশ সভাপতি অধীর চৌধুরি থেকে শুরু করে অনেক নেতাই তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন বলে খবর।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)