Maharashtra Government: বিজেপি এবং শিবসেনা ক্ষমতা-ভাগাভাগি নিয়ে একমত হতে পারেনি(ফাইল চিত্র)
মুম্বই: না, কোনওভাবেই আর পুরনো জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভাব জমাবে না শিবসেনা, সাফ জানানো হল উদ্ধব ঠাকরের দলের পক্ষ থেকে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত শুক্রবার বলেন "দেবরাজ ইন্দ্রের সিংহাসন দেওয়ার কথা বললেও" বিজেপির সঙ্গে জোট বাঁধবেন না তাঁরা। পাশাপাশি তিনি আরও বলেন যে, মহারাষ্ট্রে সরকার গড়লে (Maharashtra Government Formation) আগামী ৫ বছরের জন্যে সে রাজ্যে (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শিবসেনারই কোনও নেতা, তবে সূত্রের খবর দলের (Shiv Sena) তরফ থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে ওই পদে বসবেন উদ্ধব ঠাকরে।
বিজেপি নাকি পরে শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নিতে রাজি হয়েছিল এমন খবরে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেন, "সুযোগ শেষ হয়ে গেছে"। এর আগে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ক্ষমতা ভাগাভাগি নিয়ে গোল বাঁধে দুই দলের মধ্য়ে। শিবসেনা দাবি করে যে আড়াই বছর মেয়াদে মুখ্যমন্ত্রীত্ব পদ ভাগ করা হোক, আড়াই বছর সেই পদে বসুক বিজেপির প্রতিনিধি এবং বাকি আড়াই বছর মুখ্যমন্ত্রীত্ব করুক শিবসেনার প্রতিনিধি। কিন্তু তাতে সম্মত হয়নি বিজেপি। ফলে জোট ভেঙে যায় বিজেপি-শিবসেনার।
এই সপ্তাহের শুরুতে নাকি শিবসেনা নেতা সঞ্জয় রাউত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের মাধ্যমে বিজেপিকে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগির বিষয়ে নতুন এক প্রস্তাব দেয় বলে খবর। তাঁর প্রস্তাব অনুযায়ী, বিজেপি তিন বছর রাজত্ব করবে এবং শেষ দুবছরের জন্যে মুখ্যমন্ত্রী পদটি শিবসেনাকে হস্তান্তর করলে সেনা দুই দলের সম্পর্ক পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করতে পারে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দেন সঞ্জয় রাউত।
তিনি বলেন, "মহারাষ্ট্রের লোকেরা চায় সেনা প্রধান উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হন"। তিনি আরও বলেন যে, তিনটি দল অর্থাৎ শিবসেনা-এনসিপি-কংগ্রেস এ বিষয়ে একমত হয়েছে। শোনা যাচ্ছে শুক্রবার মুম্বইয়ে এক বৈঠক শেষে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস শুক্রবার "মহারাষ্ট্র বিকাশ আঘাদি (মহারাষ্ট্র উন্নয়ন ফ্রন্ট)" নামে তাঁদের মহাজোটের নামকরণ করতে পারে।
মহারাষ্ট্রে সরকার গঠনে মাঝরাতে শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ উদ্ধব ঠাকরের
এদিকে এনসিপি ও কংগ্রেসের (NCP-Congress Alliance) পূর্ণ সমর্থন লাভের আশায় বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধব ঠাকরে এবং তার পুত্র আদিত্য ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।
এনডিটিভি জানতে পেরেছে যে নতুন জোটের ন্যূনতম অভিন্ন কর্মসূচিতে কৃষক এবং চাকরি এবং শিবসেনার ভর্তুকিযুক্ত খাদ্য পরিকল্পনার উপর জোর দেবে।
মহারাষ্ট্রে সেনা-এনসিপি-কংগ্রেস জোট ক্ষমতায় এলে ছেদ পড়তে পারে বুলেট ট্রেন প্রকল্পে: সূত্র
তিনটি দলই নীতিগতভাবে একমত হওয়ার চেষ্টা করছে কিন্তু এখনও দুটো বিষয়ে সহমত হয়নি শিবসেনা-এনসিপি-কংগ্রেস। শিবসেনা যেমন অর্ধমেয়াদে মুখ্যমন্ত্রী পদে রাজি নয়, কিন্তু এনসিপি চাইছে দুই দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেওয়া হোক। আর কংগ্রেসের যে সাধারণ ন্যূনতম কর্মসূচি আছে তাতে তাঁরা বলছে, শিবসেনা যেহেতু একটি হিন্দুত্ববাদী দল, তাই "ধর্মনিরপেক্ষ" শব্দটি জোটে অন্তর্ভুক্ত করা উপযুক্ত নয়।
এর আগে মহারাষ্ট্রে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় মহারাষ্ট্রে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়। পরে সেখানে জারি হয় রাষ্ট্রপতি শাসন।