কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানালেন রাজ্যপাল।
রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep) শুক্রবার জানালেন, তাঁকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। শুক্রবার সন্ধ্যাতেই এই উৎসবের উদ্বোধন হওয়ার কথা। তাতে যোগ দিচ্ছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বরা। সংবাদ সংস্থা পিটিআইকে রাজ্যপাল জানিয়েছেন, ‘‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত না হওয়া নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কিন্তু ব্যবহারটা (রাজ্য সরকারের) নিয়ে ভাবছি।'' গত অক্টোবরে দুর্গাপুজো কার্নিভালে তাঁর সঙ্গে হওয়া ব্যবহারের প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, ‘‘আপনারা সবাই দেখেছেন কার্নিভালের সময় কী হয়েছিল। এটা অভাবনীয়। কেউ বলছেন আমি প্রচারের জন্য এসব করছি। আমি সকলকে উত্তরও দিতে চাই না।''
তাঁর অভিযোগ, ওই কার্নিভালে গিয়ে তিনি অপমানিত হয়েছেন।
নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের
সূত্রানুসারে জানা যায়, কার্নিভালে রাজ্যপালকে যেখানে বসতে দেওয়া হয়েছিল, তা তাঁর পছন্দ হয়নি। তাঁকে কোণের দিকে আসন দেওয়া হয়। সেখানে বসে তিনি অনুষ্ঠান ঠিকমতো দেখতেও পাচ্ছিলেন না।
আর এসপিজি সুরক্ষা নয়, এখন থেকে জেড প্লাস নিরাপত্তা পাবে গান্ধি পরিবার
রাজ্যপালের অভিযোগের পাল্টা তৃণমূলও জানিয়েছে, রাজ্যপাল ‘‘প্রচারলোভী'' এবং তিনি যা করছেন তা একজন রাজ্যপালকে মানায় না।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)