This Article is From Jan 25, 2020

FATF: সন্ত্রাস দমনে পদক্ষেপ না করায় ভুগতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি আমেরিকার

সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত পাকিস্তানকে ২৭ টি শর্ত দেয় Financial Action Task Force, শুধু ৫ টি পূরণ করতে পেরেছে পাকিস্তান

FATF: সন্ত্রাস দমনে পদক্ষেপ না করায় ভুগতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি আমেরিকার

প্যারিসে আয়োজিত ওই সম্মেলনে যাতে কালো তালিকায় তাদের নাম না তোলা হয়, তার জন্য মরিয়া Pakistan

হাইলাইটস

  • বর্তমানে এফএটিএফের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান
  • এফএটিএফের দেওয়া শর্ত পূরণ না হলে কালো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা তাদের
  • কালো তালিকাভুক্ত হলে অর্থনৈতিক দিক থেকে চরম সংকটের মুখোমুখি হবে পাকিস্তান
ওয়াশিংটন:

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফের (Financial Action Task Force) দেওয়া শর্তগুলি পূরণ না করায় ভবিষ্যতে ভুগতে হবে পাকিস্তানকে (Pakistan), বললেন মার্কিন শীর্ষ কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে বলে আসছেন যে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের অর্থ যোগান দিচ্ছে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করছে। এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামীদের প্রতি পাকিস্তানের সমর্থনের বিষয়টিও বিবেচনা করে দেখছে এফএটিএফ। পাকিস্তান নিজেও এফএটিএফ'র সদস্য। বর্তমানে এফএটিএফের (FATF) ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। এফএটিএফের শর্তগুলি পূরণ করতে পেরেছে কিনা পাকিস্তান তা পর্যালোচনা করা হবে আগামী ফেব্রুয়ারিতে সন্ত্রাসের অর্থ জোগানের উপরে নজরদারির আন্তর্জাতিক সংস্থা এফএটিএফের বার্ষিক সম্মেলনে। প্যারিসে আয়োজিত ওই সম্মেলনে যাতে কালো তালিকায় তাদের নাম না তোলা হয়, তার জন্য মরিয়া পাকিস্তান।

"যদি সত্যি সত্যিই পাকিস্তান এফএটিএফের শর্তগুলি না মেটায় অথবা সন্ত্রাসবাদে অর্থ জোগানো বন্ধ করতে ব্যর্থ হয় তবে ওই দেশকে কালো তালিকাভুক্ত করা হবে। আর তা যদি হয় তবে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচী ক্ষতিগ্রস্ত হবে এবং বিনিয়োগকারীদের তাঁদের দেশের প্রতি আকৃষ্ট করতে পারবে না তারা, ফলে ভুগতে হবে ওই দেশকে", ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বলেন মার্কিন কূটনীতিবিদ ওয়েলস।

৯/১১ হামলার পর মার্কিনি প্রতিশোধের মতোই উচিত শিক্ষা দিতে হবে : Bipin Rawat

এফএটিএফ, গত বছরের অক্টোবরে পাকিস্তানকে ধূসর তালিকার অন্তর্ভুক্ত করে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং অন্যান্যদের অর্থ জোগানো রুখতে ব্যর্থ হওয়ার দায়ে ইমরানের দেশকে ওই তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী এপ্রিলের মধ্যে ওই ধূসর তালিকা থেকে নিজেদের উত্তোরণ ঘটাতে না পারলে কালো তালিকাভুক্ত করা হবে পাকিস্তানকে। এর ফলে ইরানের মতো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে দেশটি।

মার্কিন শীর্ষ কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস বলেন, "আমরা পাকিস্তানকে এফএটিএফ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে মিশে সন্ত্রাস দমনে পদক্ষেপ করার জন্যে আরও একবার উৎসাহিত করছি। এফএটিএফের সন্ত্রাস দমনে দেওয়া শর্তগুলিও পূরণ করতে হবে ওই দেশকে" ।

২০২০ সালে পাকিস্তানের ‘কালো' তালিকাভুক্ত হওয়ার ‘‘প্রবল সম্ভাবনা'': FATF

এই মুহূর্তে পাকিস্তান এফএটিএফ-এর ধূসর তালিকায় রয়েছে। এই তালিকায় থাকা মানে, এফএটিএফ মনে করছে আর্থিক অপরাধ বা জঙ্গিদের অর্থসাহায্য বন্ধ করতে না পারার কারণে সে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এফএটিএফ সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য রুখতে ২৭ টি শর্ত দিয়েছিল পাকিস্তানকে। তার মধ্যে মাত্র ৫ টি পূরণ করতে পেরেছে পাকিস্তান। 

এফএটিএফ-এর রিপোর্টে বলা হয়েছিল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর ধারায় তালিকাভুক্ত বিশেষ করে লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াতের মতো সংগঠন বা তাদের মাথার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি পাকিস্তান। পাকিস্তান অবশ্য দাবি করেছে তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ৭০০ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.