This Article is From Nov 27, 2019

অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করার কোন‌ও প্রস্তাব নেই: সরকার

অবসরের বয়স (Retirement Age) ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ করার কোন‌ও রকম প্রস্তাব নেই বলে বুধবার কেন্দ্রীয় সরকারের (Central Employee) তরফে জানিয়ে দেওয়া হল।

অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করার কোন‌ও প্রস্তাব নেই: সরকার

অবসরের বয়স কমানোর কোন‌ও রকম প্রস্তাব নেই বলে জানাল কেন্দ্র।

হাইলাইটস

  • অবসরের বয়স কমানোর কোন‌ও রকম ভাবনাচিন্তা নেই বলে জানাল কেন্দ্র
  • কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ লোকসভায় এই কথা জানিয়ে দেন
  • তিনি বলেন, অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করার কোনও রকম প্রস্তাব নেই
নয়াদিল্লি:

সরকারি কর্মীদের অবসরের বয়স (Retirement Age) ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ করার কোন‌ও রকম প্রস্তাব নেই বলে বুধবার কেন্দ্রীয় সরকারের (Central Employee) তরফে জানিয়ে দেওয়া হল। কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ লোকসভায় লিখিত এক জবাবে জানিয়েছেন, ‘‘না স্যার, এই মুহূর্তে, অবসরের বয়স কমানোর কোন‌ও রকম প্রস্তাব নেই।'' তিনি বলেন, মৌলিক বিধি ৫৬(জে), কেন্দ্রীয় সিভিল সার্ভিস বিধির ৪৮ নম্বর ধারা, ১৯৭২ এবং অল ইন্ডিয়া সার্ভিসেস (মৃত্যু তথা অবসরকালীন বেনিফিট) বিধি, ১৯৫৮ বিধান-এর প্রয়োগে সরকারি কর্মীদের সময়ের আগে অবসরগ্রহণ করানোর পূর্ণ অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকারের। অবশ্যই জনস্বার্থে এবং অকার্যকারিতার ক্ষেত্রে। তিন মাসের নোটিশে।

তবে এই ধরনের পদক্ষেপ করা যাবে গ্রুপ এ বা গ্রুপ বি কর্মী বা অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে। কিংবা ৩৫ বছরের আগে চাকরি শুরু করে ৫০ বছর বয়স পেরিয়েছেন এমন কর্মীদের ক্ষেত্রে। এমনটাই জানিয়েছেন জিতেন্দ্র সিংহ।

তিনি এও জানান, অন্যান্য ক্ষেত্রে ৫৫ বছরে পা দেওয়ার পরেই সেই কর্মীর প্রতি এমন পদক্ষেপ করা যাবে।

.