কারও অসুস্থতা নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও বাড়ে। টুইটে রসিকতা অমিত শাহের। (ফাইল ফটো)
নয়া দিল্লি: গুঞ্জন ছিল এত বড় সঙ্কটকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Rumours on Home Minister) অমিত শাহ কোথায়? উনি কি অসুস্থ? কোনওভাবে অসুস্থ? সেই সব প্রশ্নের জবাব দিতে শনিবার টুইটারে সরব হলেন অমিত শাহ (Amit Shah Tweeted over his good health)। আমি পুরোপুরি সুস্থ এবং কোনও রোগে সংক্রমিত নই। এভাবেই টুইট করেন তিনি। তিনি স্পষ্ট করেন, "আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনও রোগে আক্রান্ত নই। গতকয়েকদিন ধরে আমার নজরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারও ভগ্ন স্বাস্থ্য নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও দীর্ঘায়িত হয়।" এমন রসিকতা করতেও দেখা গিয়েছে টুইটারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর সম্প্রতি দাদু হয়েছেন অমিত শাহ। তবে নবজাতকের মুখ ভিডিও কলেই দেখেছেন তিনি। এর পাশাপাশি মন্ত্রক থেকে দিল্লির বাস ভবন আর লকডাউন পরিস্থিতি পর্যালোচনা, এসব কাজেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা না করে "অবিচার" করছেন মমতা: অমিত শাহ
দেখুন অমিত শাহের সেই টুইট:
তাঁর জবাব, "দেশ এখন চরম সঙ্কটের মধ্যে যাচ্ছে, ৪০ হাজার মানুষ সংক্রমিত, প্রায় ২ হাজার মৃত। তাই এখন গুজবে কান দেওয়ার আমার সময় নেই। স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেশের প্রতি কর্তব্য করতে এখন ব্যাস্ত আমি। আমি এই টুইট করলাম কারণ একাধিক বিজেপি কর্মী-সমর্থক আমাকে নিয়ে উদ্বিগ্ন। তাই তাঁদের উদ্বেগ দূর করার চেষ্টা করলাম।"
মসজিদের তিন তলা কোয়ারান্টাইন সেন্টার করতে কলকাতা পুরসভাকে প্রস্তাব
সেই টুইটে তাঁর পরামর্শ, "আমাকে কাজ করতে দিন, আর আপনারাও নিজের কাজ করুন।" পাশাপাশি টুইটে তাঁর প্রতি উদ্বিগ্ন হওয়ার কারণে বিজেপির কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। এমনকি, যারা তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়েছেন, তাঁদের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। এমনও টুইটে লিখেছেন অমিত শাহ।