Read in English
This Article is From Oct 05, 2018

গায়ক শানকে হুমকি রাজ্য পুলিশের, চাঞ্চল্যকর অভিযোগ বাবুল সুপ্রিয়র

বাবুল সুপ্রিয়'র কথায়, আমি অবাক হয়ে যাচ্ছি, কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর কেন্দ্রেই কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধা দিতে পারে পুলিশ!

Advertisement
Kolkata Translated By

শানকে এই ইস্যুটি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে বারণ করে দিয়েছেন বাবুল।

কলকাতা:

ফের রাজ্য পুলিশের নামে অভিযোগ করলেন বিখ্যাত গায়ক তথা বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। এবারে তাঁর অভিযোগ গুরুতর। তিনি জানান,  তাঁর বন্ধু তথা আরেক বিখ্যাত গায়ক শানকে পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে, তাঁর অনুষ্ঠানে যদি বাবুল সুপ্রিয় উপস্থিত থাকেন, তবে তার পরিণতি ভালো হবে না।

শুধু তাই নয়, অনুষ্ঠানের লাইসেন্সও ক্যানসেল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় শানকে। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে একের পর এক টুইট করে বাবুল সুপ্রিয় জানান শানকে ঘুম থেকে তুলে হুমকি দেন সংশ্লিষ্ট পুলিশ কর্তারা। বাবুল সুপ্রিয়'র কথায়, আমি অবাক হয়ে যাচ্ছি, কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর কেন্দ্রেই কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধা দিতে পারে পুলিশ! তাঁর ফলোয়ারদের পোস্ট রি-টুইট করে বাবুল এই কথাও জানতে চান যে একজন শিল্পীকে পুলিশের হুমকি দেওয়াটা ঠিক কতটা সমীচীন। 

যদিও, পরে বাবুল আরেকটি টুইট করে জানান, শানকে এই ইস্যুটি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে বারণ করে দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement