This Article is From Dec 29, 2019

''আমি NPR ফর্ম পূরণ করবো না, আপনারা আমাকে সমর্থন করবেন কি'': অখিলেশ যাদব

পিআর তালিকা থেকে বাদ  গেছে অসমের নাম। কারণ ওই রাজ্যে ইতিমধ্যে এনআরসি লাগু হয়েছে এবং ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে

''আমি NPR ফর্ম পূরণ করবো না, আপনারা আমাকে সমর্থন করবেন কি'': অখিলেশ যাদব

NPR ফর্ম পূরণ করবেননা সমাজবাদী পার্টির নেতা Akhilesh Yadav

লখনউ:

 এনপিআর (NRP) সংক্রান্ত কোনও ফর্ম আমি পূরণ (fill) করবো না। সমাজবাদী পার্টির এক বৈঠকে রবিবার এই দাবি করেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এমনকী উত্তর প্রদেশের প্রাক্তন ওই মুখ্যমন্ত্রী এনআরসি প্রসঙ্গেও এদিন সরব হয়েছিলেন। রবিবার লখনউতে চলা দলের ওই বৈঠকে অখিলেশ যাদব স্পষ্ট করেন, "প্রয়োজনে আমিই প্রথম সেই ব্যক্তি হবো, যে এনপিআর সংক্রান্ত কোনও ফর্ম পূরণ করবো না। কিন্তু প্রশ্ন হল, আপনারা আমাকে সমর্থন করবেন, কি করবেন না?' কটাক্ষের সুরে তাঁর আরও প্রশ্ন, 'এনআরসি কিংবা এনপিআর আদতে গরিব, সংখ্যালঘু এবং মুসলিম-বিরোধী। আমরা আসলে কী চাই? এনআরসি না কর্মসংস্থান?'  

উত্তর প্রদেশে সিএএ বিরোধী আন্দোলন দমাতে 'প্রতিহিংসাপরায়ণ' হয়ে উঠেছে পুলিশ। এমন অভিযোগ বিরোধীদের। সেই পুলিশকর্মীদের অখিলেশ এদিন বলেছেন, আপনারা যাঁরা প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ করছেন, মনে রাখবেন আপনাদের মা-বাবা-দেরও কাগজপত্র চাওয়া হবে। প্রসঙ্গত,  এবিষয়ে শনিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, পুলিশের ব্যাপক ধরপাকড় এবং প্রশাসনের কঠোর অবস্থানে ভয়ে আছেন প্রতিবাদীরা। এদিন এই মন্তব্যের বিরোধিতাও করেন মুলায়ম-পুত্র।

২৪ ডিসেম্বর এনপিআর প্রক্রিয়ায় গতি আনতে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। এই প্রক্রিয়া গোটা দেশেই লাগু হবে, এমন দাবি সরকারি এক সূত্রের। তবে এনপিআর তালিকা থেকে বাদ  গেছে অসমের নাম। কারণ ওই রাজ্যে ইতিমধ্যে এনআরসি লাগু হয়েছে এবং ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে।

.