This Article is From Oct 03, 2019

এবার রামলীলাতেও ঢুকে পড়ল এনআরসি! জনকের সভায় বিদেশি অনুপ্রবেশকারী?

এবার রামলীলাতেও (Ram Leela) তিনি নিয়ে এলেন নাগরিক পঞ্জি প্রসঙ্গ। সৌজন্যে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি।

এবার রামলীলাতেও ঢুকে পড়ল এনআরসি! জনকের সভায় বিদেশি অনুপ্রবেশকারী?

আম আদমি পার্টি একে বিজেপির ‘‘সস্তা রাজনীতি’’ হিসাবে আখ্যায়িত করেছে।

হাইলাইটস

  • রামলীলাতেও এল নাগরিক পঞ্জি প্রসঙ্গ
  • রামলীলায় পরশুরামের ভূমিকায় ছিলেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি
  • তাঁর সংলাপেই উঠে আসে এই প্রসঙ্গ
নয়াদিল্লি:

অসমের (Assam) পর দেশ জুড়ে নাগরিক পঞ্জি (NRC) করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বারবার দিল্লিতে নাগরিক পঞ্জি করার পক্ষে পরামর্শ দিচ্ছেন। এবার রামলীলাতেও (Ram Leela) তিনি নিয়ে এলেন নাগরিক পঞ্জি প্রসঙ্গ। মডেল টাউনের নবশ্রী মানব ধর্ম রামলীলা কমিটির রামলীলায় ভগবান পরশুরামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। রাম শিবের ধনুক ভাঙার পর পরশুরামের ভূমিকায় অভিনয় করা মনোজ তিওয়ারি রাগান্বিত হন এবং রাজা জনককে জিজ্ঞাসা করেন, ‘‘জনক, এখানে কত দেশ-বিদেশের রাজা। এত বিপুল সংখ্যক রাজা কোথা থেকে এল? এরা কি বিদেশি অনপ্রবেশকারী, নাকি তুমি আমন্ত্রণ করেছ?'' 

পরশুরামের চরিত্রে অভিনয় করা মনোজ তিওয়ারি এখানেই থামেননি। পরশুরাম ও লক্ষ্মণের মধ্যে কথোপকথন চলার সময় মনোজ তিওয়ারি লক্ষ্মণকে ‘‘সন্ত্রাসবাদী'' বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘‘আমার এই কুঠার রক্তের নদী বইয়ে দিয়েছে এবং এই আর্যভূমিতে কতবার সন্ত্রাসীদের শ্মশান তৈরি করেছি।''

আজ পঞ্চমী, দেখুন শহর কলকাতার কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা

voq929f4

পরে এ সম্পর্কে এনডিটিভি ইন্ডিয়াকে তিনি বলেন, ‘‘আমি আমার পরিচালকের সঙ্গে কথা বলার পরে এই শব্দগুলি ব্যবহার করেছি। মূল কথা হ'ল যাঁরা দেশের মানুষ, তাঁদের দেশের কোনওখান থেকেই উচ্ছেদ করা যায় না। তবে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের আমরা অবশ্যই চিহ্নিত করব। এটাই আমাদের সিদ্ধান্ত।''

Durga puja 2019: পুজো নিয়ে বিজেপি-তৃণমূল লড়াই, কে কোথায় এগিয়ে

vh1sg9p8

লক্ষ্মণকে ‘‘সন্ত্রাসী'' বলার ব্যাপারে তিনি বলেন, ‘‘আমি সন্ত্রাসী বলতে সেই সব রাজার কথা বলেছি, যারা অত্যাচারী। পরশুরামজি ক্ষত্রিয়দের মারেননি। তিনি ওই রাজাদের মেরেছিলেন, যাঁরা অত্যাচার করতেন।''

আম আদমি পার্টি একে বিজেপির ‘‘সস্তা রাজনীতি'' হিসাবে আখ্যায়িত করেছে। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ বলেছেন, ‘‘অন্তত ধর্মকে নিজেদের ক্ষুদ্র রাজনীতি থেকে দূরে রাখা উচিত বিজেপির। আর নাগরিক পঞ্জির কথা যদি বলেন, অসমে গিয়ে খোঁজ নিন। উত্তরপ্রদেশ, বিহার থেকে গিয়ে কত মানুষ বহু বছর ধরে ওখানে থেকে উপার্জন করছিলেন, নিজেদের জীবন কাটাচ্ছিলেন, এনআরসির সৌজন্যে নিজেদের দেশেই তাঁদের ‘বিদেশি' বলে চিহ্নিত করা হল।''

VIDEO : দেখুন সেই রামলীলার দৃশ্য

.