This Article is From Dec 27, 2019

‘‘এনপিআর ও এনআরসি গরিবদের উপরে চাপানো কর’’: কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধির

রাহুল গান্ধি দাবি করেন, দেশের মানুষদের একত্রিত না করে অর্থনৈতিক মন্দা ও বেকারত্বকে সামলানো সম্ভব নয়। 

‘‘এনপিআর ও এনআরসি গরিবদের উপরে চাপানো কর’’: কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধির

শুক্রবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

নয়াদিল্লি:

এনপিআর (NPR) ও এনআরসি (NRC) হল ‘‘গরিব মানুষদের উপরে চাপানো কর।'' শুক্রবার এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। ছত্তিসগড়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ছাড়া দেশ চলতে পারে না। রায়পুরে জাতীয় উপজাতি নৃত্য উৎসবে উদ্বোধনের পরে সাংবাদিকদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আগে সারা বিশ্ব বলত ভারত ও চিনের উন্নতি হচ্ছে একই গতিতে। কিন্তু এখন বিশ্ব দেখছে ভারতে চলতে থাকা হিংসা, পথেঘাটে চলতে মহিলাদের নিরাপদ অনুভব না করা এবং বাড়তে থাকা বেকারত্ব।''

নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঘিরে কড়া চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী মোদি

তিনি আরও বলেন, ‘‘কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বুঝতে পারছেন না। এবং দেশের সময় নষ্ট করা হচ্ছে।''

সপ্তাহের গোড়ায় ঘোষিত এনপিআরকে অনেকেই এনআরসির প্রথম ধাপ বলে দেখছেন। নতুন নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে সারা দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে চলছে প্রতিবাদ।

উত্তরপ্রদেশে ধরপাকড়, "উস্কানিমূলক" পোস্ট করে গ্রেফতার ১২৪, নজরে ১৯ হাজার অ্যাকাউন্ট

রাহুল গান্ধি বলেন, ‘‘এনআরসি, এনপিআর এসব গরিব মানুষদের কর। নোটবন্দিও গরিব মানুষদের উপরে কর ছিল। ব্যাঙ্কে যান, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। এটাও তেমনই। আধিকারিকদের ঘুষ দিন, আপনার নথি নিন।''

তিনি দাবি করেন, দেশের মানুষদের একত্রিত না করে অর্থনৈতিক মন্দা ও বেকারত্বকে সামলানো সম্ভব নয়। 

.