উত্তরপ্রদেশ ক্যাডারের আইএস নৃপেন্দ্র মিশ্র সরকারি প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।
হাইলাইটস
- নৃপেন্দ্র মিশ্র ২০১৪ থেকেই মোদির অন্যতম সহযোগী।
- 'তিনি আমাকে অনেক শিখিয়েছেন', মিশ্রের প্রশংসায় প্রধানমন্ত্রী।
- ভোটের পর পদ ছাড়তে চাইলেও মোদির অনুরোধেই কাজ চালাচ্ছিলেন এই আমলা।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সহযোগী ও কোর টিমের সদস্য নৃপেন্দ্র মিশ্র (Nripendra Misra) অবসর গ্রহণের পথে। তবে, প্রধানমন্ত্রীর মোদির (Prime Minister Narendra Modi) অনুরোধে আরও দু'সপ্তাহ কাজ চালিয়ে যাবেন তিনি। শুক্রবার ট্যুইট করে নিজেই একথা জানান নরেন্দ্র মোদি। ট্যুইটে আইএস মিশ্রকে ‘অসাধারণ অফিসার' বলে সম্বন্ধন করেন তিনি। লেখেন, ‘অসাধারণ অফিসারদের মধ্যে নৃপেন্দ্র মিশ্র অন্যতম যাঁর সরকারি নীতি ও প্রসাশনির উপলব্ধি প্রশংসনীয়। ২০১৪ সালে আমি যখন দিল্লিতে নতুন তখন তাঁর শিক্ষা ও পরামর্শ খুবই মূল্যবান ছিল।' তাঁর প্রথম পাঁচ বছরের সুশাসনের জন্য এই অফিসারের অবদান কম নয় বলে জানান প্রধানমন্ত্রী। লেখেন, ‘গুরুত্বের সঙ্গে পিএমও-(PMO) এর দায়িত্ব সামলে ভারতের বিকাশে নৃপেন্দ্র মিশ্রের অবদান বিশেষ উল্লেখয়োগ্য। বর্তমানে জীবনের নতুন পথে হাঁটবেন তিনি। আগামীর জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।'
৭৪ বছরের এই আমলা আরও দু'সপ্তাহ কাজ করবেন। লোকসভার পরেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন নৃপেন্দ্র মিশ্র। কিন্ত, মোদির অনুরোধেই দায়িত্বভার ছাড়তে পারেননি। দেশের অন্যতম সেরা আমলাদের মধ্যে অন্যতম নৃপেন্দ্র মিশ্র।
উত্তরপ্রদেশ ক্যাডারের আইএস মিশ্র সরকারি প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য, TRAI-এর চেয়ারপার্সন, Telecom, Fertilizer মন্ত্রকের সচিবের পদ। পিএম-এর দফতরে যোগদানের সময় তাঁকে ক্যাবিনেট মানের পদ দেওয়া হয়। অবসরের পর নৃপেন্দ্র মিশ্রের ফের কাছে যোগদানের জন্য TRAI-এর নিয়মে সংস্কার করা হয়। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর চলতি বছরের ১১ই জুন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটরি পদে নিয়োগ পান মিশ্র।