This Article is From Feb 26, 2020

‘‘পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভয়ের কোনও কারণ নেই’’: NDTV-কে অজিত ডোভাল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল NDTV-কে দিল্লির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানালেন, ‘‘পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভয়ের কোনও কারণ নেই।’’

‘‘পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভয়ের কোনও কারণ নেই’’: NDTV-কে অজিত ডোভাল

সিএএ-বিরোধী ও সমর্থকদের মধ্যে হিংসায় বিধ্বস্ত দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন অজিত ডোভাল।

নয়াদিল্লি:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল NDTV-কে দিল্লির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানালেন, ‘‘পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভয়ের কোনও কারণ নেই।'' তিনি সিএএ-বিরোধী ও সমর্থকদের মধ্যে হিংসায় বিধ্বস্ত দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এখনও পর্যন্ত হিংসায় মৃতের সংখ্যা ২০। আহত ১৫০-রও বেশি। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর ডোভাল জানিয়েছেন, ‘‘আইন মেনে চলা কোনও নাগরিক কোনও ভাবেই কারও দ্বারা আক্রান্ত হবেন না।'' তিনি NDTV-কে বলেন, ‘‘মানুষ দিল্লি পুলিশের যোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে। এটার নিষ্পত্তি হওয়া দরকার। মানুষকে উর্দিধারীদের বিশ্বাস করতে হবে।''

হিংসা ছড়িয়ে পড়ার পরে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। অজিত ডোভাল সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী চক প্রভৃতি জায়গা ঘুরে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে। 

অজিত ডোভাল সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী চক প্রভৃতি জায়গা ঘুরে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ে বৈঠকে বসেছে দিল্লিতে। সেখানে অজিত ডোভাল সকলকে দিল্লির পরিস্থিতি সম্পর্কে বলবেন। অজিত বলেছেন, ‘‘নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে। আমাদের সকলের মন থেকে ভয় দূর করতে হবে।''

তিনি আরও বলেন, ‘‘সমস্ত দুষ্কৃতীর বিরুদ্ধে কনা পদক্ষেপ করা হবে। দিল্লির রাস্তায় কেউ বন্দুক হাতে ঘুরে বেড়াতে পারবে না।''

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার টুইট করে সেনা নামানোর আর্জি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় কার্ফু জারি করারও আর্জি জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তিনি এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও একের পর এক মৃত্যুর খবর মিলছিল। এই পরিস্থিতিতে হিংসা থামাতে সেনা মোতায়েনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছিল ঘটনাস্থলে যথেষ্ট পরিমাণে আধা সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে

মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ গত ২৪ ঘণ্টায় তিনটি বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তব। মঙ্গলবার তাঁকে বিশেষ পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়।

.