CSIR NET পরীক্ষাটি পরিচালনা করে NTA, ডিসেম্বরের পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হচ্ছে।
নয়া দিল্লি: আগামী ডিসেম্বরে সিএসআইআর (CSIR) নেট পরীক্ষার জন্য নিবন্ধন প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হবে। ওই পরীক্ষার জন্যে আবেদনপত্র ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে। সিএসআইআর নেট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর । জাতীয় টেস্টিং এজেন্সি (NTA) পরিচালনায় প্রথম সিএসআইআর নেট পরীক্ষাটি আয়োজিত হবে। জুন ২০১৯ পর্যন্ত, এই পরীক্ষাটি (CSIR NET) সিএসআইআর পরিচালনা করে। অধ্যাপনার জন্য যোগ্যতা নির্ধারণ এবং রাসায়নিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান, পৃথিবী, বায়ুমণ্ডল, মহাসাগর এবং গ্রহ বিজ্ঞান বিভাগে জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদানের জন্য সিএসআইআর নেট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এই বছরের পরের পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক হবে বলে জানা গেছে।
WB Police Warder Exam 2019: অ্যাডমিট কার্ড মিলছে অনলাইনে
জুন ২০১৯ পর্যন্ত, অধ্যাপনার জন্য বয়সের কোনও উর্ধ্বসীমা ছিল না. যদিও গবেষণা ফেলোশিপের জন্যে বয়সসীমা ২৮ বছর ।
এবার এই পরীক্ষা এনটিএ পরিচালনা করলেও পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন একই থাকবে বলে জানিয়েছে সিএসআইআর ।
Gate Application 2020: গেট ২০২০ -র জন্য রেজিস্ট্রেশান শুরু, আবেদনের জন্য জেনে নিন নির্ধারিত নিয়মাবলী
ইউজিসি নেটের মতোই, এনটিএ-র পরিচালনায় সিএসআইআর নেট পরীক্ষাটি বছরে দু'বার অনুষ্ঠিত হবে।
এর আগে গত জুনে মোট ৩৬৯০ জন পরীক্ষার্থী গবেষক পদে যোগ্যতা অর্জন করেন ও ২১৫০ জনকে জুনিয়র গবেষণা ফেলোশিপের যোগ্য বলে ঘোষণা করা হয়।
সিএসআইআর নেট ডিসেম্বর ২০১৯-এর বিবরণ অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in এ উপলব্ধ হবে।