Read in English
This Article is From May 27, 2019

আজ প্রকাশিত হবে NTA NET অ্যাডমিট কার্ড, ২০১৯: জানুন বিস্তারিত

এনটিএ নেট অ্যাডমিট কার্ড ২০১৯: ইউজিসি নেট-এর অ্যাডমিট কার্ড দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in-এ

Advertisement
Education

ইউজিসি নেট-এর অ্যাডমিট কার্ড দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in-এ

এনটিএ নেট অ্যাডমিট কার্ড ২০১৯: আজ এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA NET) ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড (NTA NET admit card) প্রকাশ করবে। এর আগে ১৫ মে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইউজিসি-নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড চলতি বছরের জুন মাসের বদলে ২৭ মে প্রকাশিত হবে। যদিও ইউজিসি নেট বিজ্ঞপ্তি অনুযায়ী, এনটিএ নেট এনডিট কার্ড ডাউনলোডের নির্ধারিত তারিখ ছিল ১৫ মে। আজ সেটি পাওয়া যাবে ইউজিসি নেট-এর অফিসিয়াল ওয়েবসাইট, ntanet.nic.in-এ। জুনের তৃতীয় ও চতুর্থ সপ্তাহ ধরে এই নেট পরীক্ষা চলবে।

ইউজিসি নেট সম্পর্কিত আরও আপডেট বা সর্বশেষ খবর পেতে পরীক্ষার্থীরা এনটিএ নেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।

NTA NET অ্যাডমিট কার্ড 2019: কিভাবে ডাউনলোড করবেন

ইউ জি সি নেট অ্যাডমিট কার্ড ২০১৯: ২৭ মে অর্থাত আজ অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in-এ এনটিএ আ্যাডমিট কার্ড পাওয়া যাবে

জুনের নির্ধারিত পরীক্ষার জন্য নীচে বলা ধাপগুলো মানলেই আপনি ডাউনলোড করতে পারবেন আপনার এনটিএ নেট অ্যাডমিট কার্ড ২০১৯ 

প্রথম ধাপ : ntanet.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Advertisement

দ্বিতীয় ধাপ : হোম পেজে গিয়ে NTA NET admit card -এর লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় ধাপ : পরের পাতায় পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় যাবতীয় নথি লিখুন।

Advertisement

চতুর্থ ধাপ : সমস্ত নথি জমা দিন।

পঞ্চম ধাপ : পরের পাতা থেকে  এনটিএ নেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

Advertisement

সম্ভবত ১৫ জুলাই নেটের ফল প্রকাশিত হবে।


 

Advertisement