Read in English
This Article is From Jul 13, 2019

UGC NET 2019 Results: জুন মাসের ইউজিসি নেটে উত্তীর্ণ ৬০,৪৫৭ জন

NTA NET Result 2019: এনটিএ নেট ফলাফল ২০১৯ বা ইউজিসি নেট ২০১৯ সালের জুন মাসের পরীক্ষার ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

জুন মাসে হওয়া ইউজিসি নেট (UGC NET) ২০১৯-এর পরীক্ষায় উত্তীর্ণ ৬০,৪৫৭ জন

নিউ দিল্লি :

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা National Testing Agency (NTA NET) গত ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফল (UGC NET 2019) সংশ্লিষ্ট এনটিএর ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এনটিএ-র পরিচালনায় ইউজিসি  নেট পরীক্ষায় বসা প্রার্থীরা তাঁদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে তাদের ফলাফল (UGC NET result) দেখতে পারেন।

ইউজিসি নেট পরীক্ষায় বসা প্রার্থীদের নম্বরের শতাংশের ভিত্তিতে NTA  এই ফল (UGC NET June 2019 result) প্রকাশ করেছে।

মামলা হস্তান্তরের দাবিতে সুপ্রিম কোর্টে ভারতী ঘোষ

এনটিএ নেট ২০১৯-এর ফলাফল: কিভাবে দেখা যাবে এই ফল?

প্রথম ধাপ: এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in –তে যান।

Advertisement

দ্বিতীয় ধাপ: UGC NET 2019-এর ফলাফলের যে লিঙ্কটি দেওয়া আছে তাতে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: আপনার আবেদন নম্বরটি বসান এবং জন্ম তারিখ বসান।

Advertisement

চতুর্থ ধাপ: আগের বসানো তথ্যগুলি সাবমিট করুন এবং ফলাফল দেখে নিন।

UGC NET Result 2019: Direct Link

Advertisement

UGC NET 2019 Cut Offs: Direct Link

ইউজিসি  নেট পরীক্ষায় যোগ্য প্রার্থীদের সংখ্যা (মোট স্লট বা সহকারী অধ্যাপক হিসাবে যোগ্যতা) এনটিটির দুটি পত্রের পরীক্ষায় বসা প্রার্থীদের সংখ্যার ৬% সমান ।

Advertisement

এবার ফ্রি হতে চলেছে এই ধরণের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা

মোট ৫৫,৭০১ জন  প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সহকারী অধ্যাপক বিভাগে এবং ৪,৭৫৬ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক বিভাগে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

ইউজিসি নেট পরীক্ষার লিঙ্কটি এখনো ইউজিসি নেট ওয়েবসাইট (ntanet.nic.in) -এ প্রকাশ করা হয়নি এবং বর্তমানে শুধু এনটিএ-র ওয়েবসাইট nta.ac.in-এ পাওয়া যাবে।

Advertisement