NTPC electron quiz 2018... এই মরশুমের এনটিপিসি ইলেকট্রন কুইজ জিতল যাদবপুর।
কলকাতা: ‘কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান অর্থনীতির জন্য নোবেল প্রাইজ পেয়েছিল’? অথবা, ‘ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট’কে আমরা কোন নামে চিনি এখন?...যে প্রতিযোগিতায় এমন প্রশ্ন করা হয়, সেটিই হল এনটিপিসি (NTPC) ইলেকট্রন কুইজ। প্রসঙ্গত, প্রথমটির উত্তর, রয্যাল ব্যাঙ্ক অব সুইডেন। দ্বিতীয়টির উত্তর, ওয়ার্ল্ড ব্যাঙ্ক।
2018 সালের এনটিপিসি ইলেকট্রন কুইজ (NTPC electron quiz) - এ প্রথম স্থান অধিকার করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ( Jadavpur university)। দ্বিতীয় স্থান পেল এনআইটি রৌরকেল্লা (NIT Rourkela)। অত্যন্ত হাড্ডাহাড্ডি এই লড়াইতে শেষমেশ ফয়সালা হয় টাইব্রেকারে। হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি অর্জন করে তৃতীয় স্থান। এনটিপিসি’র পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়। চলতি মাসের তিন তারিখ থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।
চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছেছিল সারঙের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব টেকনোলজি, আইআইটি খড়গপুর ( IIT Kharagpur) এবং এনআইটি রৌরকেল্লা থেকে উঠেছিল একটি দ্বিতীয় দল।
এই বছর কলকাতায় হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট তিরিশটি দলের মধ্যে ছিল শহরের অত্যন্ত সম্মাননীয় ম্যানেজমেন্ট ও কারিগরী শিক্ষার প্রতিষ্ঠানগুলি।
বাইরের শহর থেকে যে যে শহরের দলগুলি ছিল, সেই শহরগুলি হল, শিলং, গুয়াহাটি, ভুবনেশ্বর, সারং ইত্যাদি।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)