লোকসভায় সাংসদ হিসেবে শপথ নিলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান, মিমি চক্রবর্তী
নিউ দিল্লি: বিয়ে সেরে শহরে ফিরেই সিনে দুনিয়া ও রাজনীতির ময়দানের ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) নিয়ে দিল্লি উড়ে গেলেন নুসরত জাহান রুহি (Nusrat Jahan Ruhi)। আজ লোকসভায় (Lok Sabha) সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করলেন দুজনেই।
অভিনয় দুনিয়ার প্রথম সারির এই দুই তারকা সদ্য পা রেখেছেন রাজনীতিতে। সাংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন দুজনে। শুধু শপথ বাক্য পাঠটাই বাকি ছিল নুসরতের বিয়ের জন্য। সেই পর্ব মিটতেই তাঁরা দিল্লি চলে আসেন। প্রসঙ্গত, নুসরত বিয়ে করেছেন নামি বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনকে। ডেস্টিনেশন ম্যারেজকে বাংলায় জনপ্রিয় করতে যুগলে বিয়ের আসর বসান তুরস্কে। বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন মিমিও।
বাংলায় শপথ বাক্য পাঠের পর দুজনেই শেষ করেন বন্দে মাতরম, জয় হিন্দ এবং জয় বাংলা বলে। শপথ নেওয়ার পরেই রীতি মেনে নুসরত, মিমি পা ছুঁয়ে শ্রদ্ধা জানান বর্ষীয়ান স্পিকার ওম বিড়লাকে। প্রসঙ্গত, মিমি যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্র এবং নুসরত বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে জিতেছেন।