This Article is From Dec 10, 2019

অভাবে মাত্র দেড় বছর বয়সেই বেলুনওয়ালা! দেখেই বুকে জড়ালেন নুসরত

সবাই যে বয়সে আধো আধো কথা বলে, খেলে সমবয়সীদের সঙ্গে সেই বয়সেই অভাতের তাড়নায় শিশুটি বেলুনওয়ালা! রাস্তায় বসে বেলুন বেচছে সে।

অভাবে মাত্র দেড় বছর বয়সেই বেলুনওয়ালা! দেখেই বুকে জড়ালেন নুসরত

পরি হুঁ ম্যায়...!

হাইলাইটস

  • শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন নুসরত
  • Nusrat Jahan লিখেছেন, সপ্তাহের সেরা দিন
  • নুসরতের এই ছবি ভাইরাল
পশ্চিমবঙ্গ:

সবাই যে বয়সে আধো আধো কথা বলে, খেলে সমবয়সীদের সঙ্গে সেই বয়সেই অভাতের তাড়নায় শিশুটি বেলুনওয়ালা! রাস্তায় বসে বেলুন বেচছে সে। চোখে পড়তেই বুকে মোচড় পড়েছিল নুসরত জাহানের (Nusrat Jahan)? সঙ্গে সঙ্গে তৃণমূল সাংসদ (TMC) বুকে জড়িয়ে নেন বাচ্চাটিকে। আদরে আদরে ভরিয়ে দেন তাকে।  সেলফিও তোলেন। সেই ছবি নিজের ইনস্টায় শেয়ার করতেই মুহূর্তে ৪০ হাজারেরও বেশি লাইক পান তিনি। 

ঊর্দু চিঠি নিয়ে পাক পায়রা ভারতে, 'বেইমানি'তে মাথায় হাত পড়শি দেশের

ক্যাপশনে নুসরত লিখেছেন, 'মাত্র দেড় বছর বয়সেই বেলুনওয়ালা হয়ে গেছে সে। ওকে দেখেই আমার উইকএন্ড রঙিন। ও যে বেলুনের থেকেও রঙিন।' 

প্রকাশ্যে রাগে অগ্নিশর্মা মহেশ! 'জানতাম, এমনটাই হবে', বললেন আলিয়া

বাচ্চা বেলুনওয়ালার সঙ্গে...

শুধু আদরে তো পেট ভরে না! তাই নেটিজেনদের অনুরোধ, 'দিদি, বাচ্চাটির জন্য দয়া করে ভালো কিছু করুন।' 

মা হলেন গিন্নি, 'লক্ষ্মী' এলেন কপিল শর্মা পরিবারে

প্রসঙ্গত, কিছুদিন আগেই ডাস্ট অ্যালার্জি থেকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন নুরসত জাহান। দু-দিন তাঁকে ভর্তি থাকতে হয়েছিল বেসরকারি হাসপাাতলে। যদিও গুজব ছড়িয়েছিল তিনি নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গেছিলেন। পরে এর ভিডিও বার্তায় অভিনেত্রী-সাংসদ জানান, অসুস্থতার জন্যেই তিনি হাসপাতালে। গুজবে কান না দেওয়াই বাঞ্ছনীয়। এবং এখন তিনি পুরো সুস্থ।


 

Click for more trending news


.