This Article is From Mar 26, 2019

স্থূলত্বের জন্য কিশোর শরীরেই ‘চেপে বসছে’ বয়ঃসন্ধি, বাড়ছে হতাশা, মানসিক সমস্যা

গবেষকদের মতে, শিশুদের মধ্যে দূরত্বের সমস্যাকে আটকাতে না পারলে এই সমস্যা মহামারীর মতো বিশ্বকে গ্রাস করে নেবে।

স্থূলত্বের জন্য কিশোর শরীরেই ‘চেপে বসছে’ বয়ঃসন্ধি, বাড়ছে হতাশা, মানসিক সমস্যা

গবেষকদের মতে, ছেলেদের মধ্যে এই কারণে পরবর্তী সময় যৌনাঙ্গের ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

হাইলাইটস

  • স্থূলত্ব বয়ঃসন্ধির লক্ষণকে ত্বরান্বিত করে
  • ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই সমস্যা হয় বলে দাবি এক নতুন গবেষণার
  • গবেষণায় প্রকাশ এতে তাদের হতাশা বাড়ে, মানসিক সমস্যাও বাড়ে

স্থূলত্বের সমস্যায় ভোগা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের আগেই বয়ঃসন্ধির লক্ষণ প্রকাশ পাওয়ার একটা আশঙ্কা রয়েই যায়। এর থেকে তাদের মধ্যে হতাশার জন্মও হতে পারে বলে জানিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। গবেষণায় দেখানো হয়েছে, গোটা শরীরে যদি অতিরিক্ত মেদ জমে, বিশেষ করে পেটের চারপাশে যদি বেশি রকমের চর্বি জমে যায় তাহলে ৪ থেকে ৭ বছর বয়সী ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালীন নানা লক্ষণ প্রকাশ পেতে থাকে।

ডিপ্রেশনে একা নয়, দল বেঁধে গান শুনলে ইতিবাচক হবে জীবন, বলছে গবেষণা

চিলি ইউনিভার্সিটির প্রফেসর মারিয়া ভেরণিকা মেরিক বলেন, ‘‘স্থূলত্ব শিশুদের মধ্যে বিশ্বব্যাপী একটা বড় সমস্যা হয় উঠেছে। এর কারণেই মেয়েদের মধ্যে কম বয়সে বয়ঃসন্ধির লক্ষণ, দ্রুত ঋতুস্রাব দেখা যাচ্ছে। তবে ছেলেদের ক্ষেত্রে বিষয়টি কতটা প্রভাব বিল্তার করে তা নিয়ে এখনও কিছুটা বিতর্ক রয়েছে।

২০১৯ সালে আমেরিকার নিউ অরলিন্সে দ্য এন্ডোক্রিন সোসাইটির বার্ষিক মিটিংয়ে এই গবেষণাটি উপস্থাপনা করা হবে। গবেষণাকারীরা চিলির প্রায় ৫২৭ জন কিশোর-কিশোরীর উপরে পরীক্ষাটি করে দেখেছেন, ছেলেদের ক্ষেত্রে ৫ থেকে ৬ বছরের বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে। যাদের পেটে চর্বি বেশি তাদের মধ্যে অবশ্য এই সমস্যা আরো বেশি করে দেখা গিয়েছে বলে জানিয়েছেন মেরিক।

ঘন ঘন গর্ভপাতের সমস্যার কারণ হতে পারে পুরুষের শুক্রাণুও, বলছে গবেষণা

তিনি বলেন, ‘‘পেটের চর্বি নিশ্চিত করে যে গোটা শরীরেই মেদ অতিরিক্ত বেড়ে গিয়েছে।'' কিশোর-কিশোরীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন লক্ষণগুলি নির্দিষ্ট বয়সের আগে চলে এলে তাদের শরীরের বয়সের তুলনায় অতিরিক্ত বৃদ্ধি, অনুভূতি সংক্রান্ত নানা সমস্যা, হতাশা বেড়ে যায়। মেরিকের মতে ছেলেদের মধ্যে এই কারণে পরবর্তী সময় যৌনাঙ্গের ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

মেরিকের মতে, শিশুদের মধ্যে দূরত্বের সমস্যাকে আটকাতে না পারলে এই সমস্যা মহামারীর মতো বিশ্বকে গ্রাস করে নেবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.