This Article is From May 07, 2018

ওড়িশার ক্লাস টেনের ফল প্রকাশিত: লাইভ আপডেট

Students who are waiting for the Odisha 10th result, should keep their exam admit card in hand for logging in to to the result portal orissaresults.nic.in.

ওড়িশার ক্লাস টেনের ফল প্রকাশিত: লাইভ আপডেট

Odisha 10th Result 2018: Live Updates

New Delhi: ফল জানতে ক্লিক করুন orissaresults.nic.in-এ

নয়াদিল্লি:  রাজ্যের দশম শ্রেণির পরীক্ষার ফল আজ ঘোষণা করল ওড়িশার মাধ্যমিক বোর্ড। মোট ৬ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এবারে। ওড়িশার স্কুলশিক্ষা মন্ত্রী বদ্রীনারায়ণ পাত্র আজ সকালে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন মাধ্যমিক বোর্ডের কটকের অফিস থেকে। যে সব ছাত্রছাত্রী এই বছর পরীক্ষা দিয়েছে, তারা নিজেদের রেজাল্ট জানতে পারবে orissaresults.nic.in-এ ক্লিক করে নিজের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বরটি দিয়ে। লাইভ আপডেটের জন্য চোখ রাখুন odisha 10th result 2018-এ।

রেজাল্টের লাইভ আপডেট রইল এখানে:

৭ মে, ৯:২৬ মিনিট:- ফল প্রকাশিত হল। ফল জানতে চোখ রাখুন orissaresults.nic.in-এ

৭ মে, ৯:২৫ মিনিট:- বহুদিনের চেনা ছক ভেঙে বেরিয়ে এসে এই বছরের পরীক্ষা সাক্ষী থাকল এক যুগান্তকারী পরিবর্তনের। এত দিন নিয়ম ছিল, এই পরীক্ষা ছাত্রছাত্রীরা দেবে নিজেদের স্কুলেই। যার যে স্কুল, সেখানেই তার সেন্টার। এই বছর থেকে শুরু হল নতুন নিয়ম- এক স্কুলের ছাত্রছাত্রীদের সেন্টার হবে অন্য একটি স্কুল। সংবাদমাধ্যমকে জানালেন শিক্ষামন্ত্রী। গত বছর পাশের হার ছিল ৮৫ শতাংশ।

৭ মে, ৯:১৬ মিনিট:- জেলাভিত্তিক পাশের হারে সবার  আগে রয়েছে  বালেশ্বর। ৮৮.২৫ শতাংশ।

৭ মে, ৯:১২ মিনিট:- রেজাল্ট দুপুর ১২'টার আগেই অনলাইনে দেখতে পাওয়া যাবে।

৭ মে, ৯:১০ মিনিট:- এই বছরের মাধ্যমা পরীক্ষায় সব মিলিয়ে পাশের হার ৯২.৪৭ শতাংশ।

৭ মে, ৯:০৮ মিনিট:- মুক্ত বিদ্যালয়ে পাশের হার ৪১.৯৩ শতাংশ। একজনও ৮০ শতাংশের উপর নম্বর পায়নি।

৭ মে, ৯:০৭ মিনিট:- সব মিলিয়ে পাশের হার ৭৬.২৩ শতাংশ।

৭ মে, ৯:০৬ মিনিট:- ৩৬টি বিদ্যালয়ে পাশের হার শূন্য। গত বছর এই রেকর্ড ছিল ২২টি বিদ্যালয়ের।

৭ মে, ৯:০৫ মিনিট:- ওড়িশার দশম শ্রেণির পরীক্ষা ( ম্যাট্রিক)-এর ফল প্রকাশিত।

৭ মে, ৯:০০ মিনিট:- ওড়িশা ম্যাট্রিকের ফল প্রকাশের জন্য সাংবাদিক সম্মেলন শুরু হল।

৭ মে, ৮:৫৭ মিনিট:- ওড়িশা ম্যাট্রিকের ফলপ্রকাশ হবে খুব শীঘ্রই।

৭ মে, ৮:৪০ মিনিট:- ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট  জানতে পারবে orissaresults.nic.in-এ।

৭ মে, ৮:৩৫ মিনিট:- খুব তাড়াতাড়াই প্রকাশিত হয়ে যাবে ম্যাট্রিকের রেজাল্ট। জানালেন বদ্রীনারায়ণ পাত্র।

৭ মে, ৮:০৮ মিনিট:- এই বছর মোট ২৮১৮টি সেন্টারে পরীক্ষা হয়েছিল।

৭ মে, ৮:০৫ মিনিট:- ওটিভি জানাল, সকাল ন'টায় ঘোষণা করা হবে রাজ্যের ম্যাট্রিকের রেজাল্ট। ওয়েবসাইটে পাওয়া যাবে দুপুর ১২'টা থেকে।

৭ মে, ৮:০০ মিনিট:- বোর্ডের ওয়েবসাইটে রেজাল্টের স্ক্যানড কপি পাওয়া যাবে দুপুর দুটো থেকে।

৭ মে, ৭:৫০ মিনিট:- বোর্ডের কন্ট্রোল রুমের নাম্বার- ০৬৭১-২৪১২০৬০/২৪১২০৫৯। কন্ট্রোল রুম খোলা থাকবে আজ থেকে টানা ৭ দিন।

৭ মে, ৭:৪০ মিনিট:- ম্যাট্রিকের রেজাল্টের সার্টিফিকেট পেতে বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য ব্যক্তিগত সার্টিফিকেট লাগবে।


৭ মে, ৭: ৩০ মিনিট:- নাম্বার জানতে মোবাইলে টাইপ করতে হবে OR10<রোল নম্বর> তারপর তা পাঠাতে হবে ৫৬৫৬৭৫০ নম্বরে।

৭ মে, ৭:১৫ মিনিট:- ওড়িশার মাধ্যমিক বোর্ড ম্যাট্রিক পরীক্ষার ফল ঘোষণা করবে সকাল ৯'টায়।
.