সাপ বিশেষজ্ঞরা জানান, ছোট সাপটা, বড় সাপের বুকের কাছে চেপে জড়িয়ে ধরেছিল, যাতে শিকার পালাতে না পারে
নিউ দিল্লী:
জীব জগতে প্রায়ই বড় প্রাণীরা বেঁচে থাকার জন্য ছোট প্রাণীদের খেয়ে নেয়। কিন্তু ‘সম্ভবত এই প্রথমবার’ একটা ঘটনা ক্যামেরায় ধরা পড়ল যেখানে তিন ফুটের সাপ তার প্রায় দ্বিগুণ বড় একটা সাপকে আক্রমন করে পরবর্তী খাবার হিসাবে সঞ্চয় করে রাখতে দেখা গেল।
উড়িষ্যার কোরাপুটের এই মোবাইল ভিডিওতে তিন ফুটের একটা ছোট্ট সাপকে, প্রায় পাঁচ ফুটের একটা দাঁড়াশ সাপকে মেরে ফেলার চেষ্টা করতে দেখা গেল। প্রাণী সংরক্ষণ আধিকারিকদের কাছে শুক্রবার সুনাবেদা শহরের এক পরিবারের তরফে একটা ফোন আসে এবং তাঁরা জানান একটা ছোট সাপ আর একটা বড় সাপকে মেরে ফেলার ঘটনা দেখে তাঁরা হতবাক।
সাপ হেল্পলাইন স্বেছাসেবক সুজিত কুমার মোহান্তি এই ঘটনাটা মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন।
দেখুন সেই ভিডিওঃ via GIPHY
সাপ হেল্পলাইনের প্রতিষ্ঠাতা শুভেন্দু মল্লিক জানান, ছোট সাপটা বড় সাপটাকে বেশ বুদ্ধি করেই বুকের কাছে চেপে জড়িয়ে ধরে রেখেছিল, যাতে বড় সাপটা আর পালাতে না পারে।
তিনি এনডিটিভি-কে জানান, এমন ঘটনার কথা প্রথমবার তাঁরা জানলেন। ছোট সাপ সাধারণত আকারে সমান বা ছোট সাপ খায় বলে তিনি জানতেন।
স্বেচ্ছাসেবকদের বলা হয়েছিল দুটো সাপকে আলাদা করে দিতে কারণ বড় সাপটাকে মারতে পারলেও ছোট সাপটা সেটা গিলতে পারত না।
তিনি এনডিটিভি-কে আরও জানান, “আমি নিশ্চিত ছিলাম ছোট সাপটা বড়টাকে মারতে সক্ষম ছিল।“
স্বেচ্ছাসেবকরা দুটো সাপকে আলাদা করে দেন এবং জঙ্গলে ছেড়ে দেন। দুটো সাপই বিষহীন ছিল।Click for more
trending news