This Article is From Dec 06, 2018

এনজিওতে চলছে ধর্মীয় কার্যকলাপ, অভিযোগ পেয়ে বাংলায় আসছে ওড়িশা পুলিশ

পশ্চিমবঙ্গে একটি দল পাঠানোর পরিকল্পনা করেছে ওড়িশা পুলিশ। নিজেদের একটি আবাসিক হোমে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ধর্মীয় কথাবার্তা বলছে বলে অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নিতে চলেছে ওড়িশা পুলিশ।

এনজিওতে চলছে ধর্মীয় কার্যকলাপ, অভিযোগ পেয়ে বাংলায় আসছে ওড়িশা পুলিশ

ফাইল চিত্র।

ভুবনেশ্বর:

পশ্চিমবঙ্গে একটি দল পাঠানোর পরিকল্পনা করেছে ওড়িশা পুলিশ। নিজেদের একটি আবাসিক হোমে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ধর্মীয় কথাবার্তা বলছে বলে অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নিতে চলেছে ওড়িশা পুলিশ। এর আগে এই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে ওড়িশার ঢেঙ্কানল জেলার বেলটিকরিতে তাদের এক আবাসিক হোমে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় শুরু হওয়ায় গ্রেফতার করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ফয়াজ রহমানকে। 

দু'বছর ধরে বাবা-বন্ধুদের ধর্ষণের শিকার ছাত্রী, কেরলে গ্রেফতার পাঁচ অভিযুক্ত

"আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গের সালগাদিয়ায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার আবাসিক হোমের বাসিন্দাদের মধ্যে ধর্মীয় আলোচনার মতো কিছু বিষয় সুচারুভাবে চালু করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য উচ্চপর্যায়ের কর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েছে জেলা পুলিশ", সংবাদসংস্থা পিটিআইকে ফোনে জানান ঢেঙ্কানলের সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ সন্তোষ নায়েক। 

রাজ্যে আসছেন মোদী, ১৬ তারিখ শিলিগুড়িতে জনসভা

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ফয়াজ রহমানই পুলিশকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার আবাসিক হোমে ধর্মীয় কার্যকলাপের কথা জানিয়েছে।

আরও খবর পড়ুন এখানে। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.