Edited by Indrani Halder | Friday June 05, 2020
নিজে বাঁচতে হলে সবার আগে আপনার পরিবেশকে বাঁচান, করোনা সঙ্কট সহ নানা সমস্যা থেকে দেশ তথা গোটা বিশ্বকে বাঁচাতে এমনটাই বলছেন পরিবেশবিদরা। সেই ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) হিসাবে পালন করা হয়। রাষ্ট্রসংঘও বারবার পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। মানবজাতিকে বাঁচতে হলে পরিবেশকে বাঁচাতে হবে, গাছকে বাঁচাতেই হবে। ২০২০ সাল এমনিতেই সারা বিশ্বের কাছে এক বিষের বছর হিসাবে ধরা দিয়েছে। এবারের (World Environment Day 2020) বিশ্ব পরিবেশ দিবসের থিম হ'ল জীববৈচিত্র্য।