নিউ দিল্লি: "মাত্র ২০০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল ওরা। হাতের কাছে যা ছিল, তাই দিয়েই আক্রমণ করছিল আমাদের হেলিকপ্টারকে। চারদিক থেকে তীর ছুঁড়ছিল। আমি তখন সেন্টিনেল দ্বীপের একটি মাঠে দাঁড়িয়ে। আমার হেলিকপ্টারের পাখা ঘুরছে। যে কোনও মুহূর্তে একটু এদিকওদিক হলেই আমি এবং আমার সঙ্গে থাকা সকলেই মারা পড়তে পারতাম যখনতখন"। এক ঘন্টারও কম সময় আগে, উপকূলরক্ষী বিমানের পাইলট কম্যান্ডান্ট প্রবীণ গৌড় চেতক হেলিকপ্টার নিয়ে উড়ছিলেন। ২০০৬ সালে একটি উদ্ধারকার্যে অংশগ্রহণ করেছিলেন তিনি। তারই স্মৃতিচারণ করছিলেন তিনি।
পোর্ট ব্লেয়ারের একটি গ্রাম থেকে দুজন মৎস্যজীবী তাঁদের নৌকাটি থেকে নিখোঁজ হয়ে যান। তাঁদের খোঁজেই গিয়েছিলেন প্রবীণ গৌড়। "আমরা মূল দ্বীপের দক্ষিণদিকে অনুসন্ধান চালিয়েছি। উত্তর সেন্টিনেল দ্বীপেও চালিয়েছি অনুসন্ধান। আমার মনে হচ্ছিল, ওদের বোটটা যেন রয়েছে ওখানে। কাছে যেতেই এই কাণ্ড", বলেন তিনি।
ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা
এক নজরে আজকের বিকেলের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন: