Read in English
This Article is From Feb 27, 2019

আমদানি শুল্ক ফাঁকি দিয়ে গ্রেফতার ব্যবসায়ী

রাজস্ব গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃত তেল ব্যবসায়ীকে ট্রানজিন রিমান্ডে শহরে আনা হচ্ছে।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

৪৬ কোটি টাকা আমদানি শুল্ক ফাঁকি দেওয়ায় শহরের এক তেল ব্যবসায়ীকে উত্তরপ্রদেশের কানপুর থেকে গ্রেফতার করল রাজস্ব গোয়েন্দা বিভাগ(DRI)।

রাজস্ব গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃত তেল ব্যবসায়ীকে ট্রানজিন রিমান্ডে শহরে আনা হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআই রাজস্ব গোয়েন্দা বিভাগের সূত্র মারফৎ জানতে পেরেছে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে ভোজ্য তেল আমদানি করতেন ওই ব্যবসায়ী এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়ার সুবিধা পাওয়ার জন্য তা বাংলাদেশ হয়ে ঘোরাতেন।

জামাত উল মুজাহিদিনের আরও দুই সদস্যকে গ্রেফতার করল এসটিএফ

সূত্র মারফৎ জানা গেছে, বাংলাদেশ ভোজ্য তেল উৎপাদ করে না, তা নজরে আসে আধিকারিকদের এরপরেই ব্যবসায়ীকে হয় শুল্ক জমা দিতে না হলে শাস্তির সম্মুখীন হতে বলা হয়।তবে তারপরেও বকেয়া শুল্ক জমা দেন নি ব্যবসায়ী এবং বুধবার তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্র মারফৎ জানা গেছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement