हिंदी में पढ़ें Read in English
This Article is From Jan 09, 2019

মোদীর ভূমিকায় বিবেকের জায়গায় সলমন খান হলে ভাল হত, টুইটে খোঁচা ওমর আব্দুল্লার

প্রথমে লড়াইটা ছিল  দু’জনের মধ্যে। পরে তা গড়াল সিনেমার পর্দায়। আর এবার প্রশ্ন উঠে  গেল দুই অভিনেতার ‘মান’ নিয়ে।

Advertisement
অল ইন্ডিয়া

এই  দুই অভিনেতার কথা  জড়িয়ে টুইট করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

Highlights

  • প্রথমে লড়াইটা ছিল দু’জনের মধ্যে। পরে তা গড়াল সিনেমার পর্দায়
  • । আর এবার প্রশ্ন উঠে গেল দুই অভিনেতার ‘মান’ নিয়ে
  • দুই অভিনেতার কথা জড়িয়ে টুইট করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর

প্রথমে লড়াইটা ছিল  দু'জনের মধ্যে। পরে তা গড়াল সিনেমার পর্দায়। আর এবার প্রশ্ন উঠে  গেল দুই অভিনেতার ‘মান' নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদে থাকা সময়কাল নিয়ে তৈরি  হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ছবির মুক্তি আসন্ন। আর এরই মাঝে প্রকাশ্যে  এসেছে নরেন্দ্র মোদীকে তৈরি হতে চলা ছবির প্রসঙ্গ। প্রথম ছবিতে অভিনয় করছেন অনুপম খের আর দ্বিতীয়টির নাম ভূমিকায় থাকছেন বিবেক ওবেরয়। এই  দুই অভিনেতার কথা  জড়িয়ে টুইট করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তিনি বলেছেন বিষয়টি  প্রধানমন্ত্রী মোদীর জন্য ভাল নয়! বিবেকের জায়গায় সলমন খান হলে ভাল হত। মাত্র কয়েক  দিন আগে মুম্বইতে  মোদীর ছবির পোস্টার প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

অলোক বার্মাকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিতে নেই প্রধানবিচারপতি

                                                                        

 

Advertisement

মোদীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে একেবারে তাঁর মতোই পোশাক পরেছেন বিবেক।  তাঁকে দেখতেও মোদীর মতোই লাগছে। ঠিক একই ভাবে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারেও মনমোহনের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। সেই ছবি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।   

Advertisement