‘নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও’, অনুপমীয় বার্তা
হাইলাইটস
- ভাষা দিবসের আগে অনুপমীয় ভাষা
- নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
- ইউ টিউবে লক্ষাধিক শ্রোতার প্রাণের গান হয়েছে এই সিঙ্গলস
কলকাতা: কেন্দ্রীয় হস্তক্ষেপে, নয়া নাগরিক আইনের চাপে মানুষ-মানবিকতা-মনুষ্যত্ব যেন অবলুপ্তির পথে। যেভাবে প্রায় মুছতে চলেছে বাংলা ভাষা। জাতীয় পুরস্কারজয়ী অনুপম রায়কে (Anupam Roy) এই সমস্যা বিচলিত করেছে অনেকদিন। এর আগে দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আইনের বিরোধিতা করে আক্রান্ত হওয়ার পর সাক্ষাৎকারে NDTV-কে অনুপম জানিয়েছিলেন, তিনিও প্রতিবাদী। কলকাতায় পথে নেমে প্রতিবাদের পাশে তিনি বাঁধবেন গান। কারণ, তাঁর মতে, একজন গীতিকার-সুরকার-শিল্পীর কাছে এর থেকে শক্তিশালী হাতিয়ার আর কিছুই হতে পারে না। সেই প্রতিবাদ অবশেষে অরিজিনালস সিঙ্গল হয়ে মুক্তি পেল ভাষা দিবসের (Bhasha Dibosh) আগের দিন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি। কান পাতুন সেই গানে:
ভাষা দিবসের আগে নতুন অরিজিনালস সিঙ্গলসে কী বার্তা দিলেন অনুপম? সহজ ভাষায়, সহজ সুরে একুশ শতকে তাঁর কথায় ফের মধ্যযুগীয় কবি বড়ু চণ্ডীদাসের কথার সুর। যাঁকে গীতাঞ্জলিতে ধরে রেখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।' একই সঙ্গে তিনি এই প্রজন্মকে বার্তা দিয়েছেন গানে গানে, ‘নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও।'
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টুইটে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাদ্যযন্ত্রের বাহুল্য নেই, গিটারের ঝংকারে প্রাঞ্জল, বলিষ্ঠ এই গানে ফের অনন্য অনুপম। মুঠোফোনে ভারতবাসী এবং বাংলা ভাষার অস্তিত্ত্ব নিয়ে চিন্তিত শিল্পী জানালেন, এত যুগ পরে নতুন করে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ভেদ হানার চেষ্টা করা হচ্ছে ধর্ম-জাতপাতের জিগির তুলে। যা একবিংশ শতাব্দীতে বড্ড লজ্জার। একটুকরো কাগজ আমাদের পরিচয় হতে পারে না। তাই আমার এই গান। অনেক দিন ধরে লিখে, সুর দিয়ে অ্যালবাম করেছি। কিন্তু প্রকাশ করা হয়ে উঠছিল না। কাকতালীয় ভাবেই ভাষা দিবসের আগের দিন এই গান মুক্তি ইউ টিউবে। মানুষের অস্তিত্ত্ব, বাংলা ভাষা---উভয়কেই সম্মান জানিয়ে।