সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার দাবিতে প্রথম থেকেই সরব ভারত
হাইলাইটস
- পাকিস্তানে দুই হিন্দু তরুণীকে অপহরণের অভিযোগ, রিপোর্ট চাইলেন সুষমা
- অফরণের পাশাপাশি ইসলাম ধর্ম নিতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ
- হিন্দু সম্প্রদায়ের তরফে বিক্ষোভ দেখান হয়েছে বলে দাবি করেছে ওই সংস্থা
নিউ দিল্লি: পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু তরুণীকে অপহরণ এবং জোর করে ধর্মান্তর করান হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতের থেকে রিপোর্ট চাইলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। টুইটারে সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই খবর উদ্ধৃত করে বিদেশমন্ত্রী লিখেছেন ভারতীয় রাষ্ট্রদূতকে বলছি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের রিপোর্ট পাঠান।
মহাজোট থেকে বাদ, সিপিআইয়ের টিকিটে ভোটে লড়বেন কানহাইয়া কুমার
খবরে দাবি করা হয়েছে হোলির ঠিক আগে সিন্ধু প্রদেশের ঘটকি জেলার ঢাকরি শহরে দুই হিন্দু তরুণীকে অপহরণ করা হয়েছে। পাশাপাশি জোর করে তাঁদের ইসলাম ধর্ম নিতেও বাধ্য করা হয়েছে।
প্রতিবাদে সিন্ধু প্রদেশের হিন্দু সম্প্রদায়ের তরফে বিক্ষোভ দেখান হয়েছে বলে দাবি করেছে ওই সংস্থা। সেই ঘটনায় এবার রিপোর্ট চাইলেন সুষমা। পাকিস্তানে হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার দাবিতে প্রথম থেকেই সরব ভারত। এই ঘটনার পর নিজেদের সেই মনোভাবই আরও একবার বুঝিয়ে দিল দিল্লি।