জোহর উপত্যকার প্রায় ১৫ টি সীমান্ত এলাকার গ্রাম যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দেহরাদুন: ভারত-চিন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডে ভেঙে পড়ল সেতু! একটি সংযোগরক্ষাকারী সেতুর উপরে খননকার্যের মেশিন বহনকারী একটি ট্রাক পার হচ্ছিল। সেতুর ঠিক মাঝপথে ট্রাকটি আসা মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে যায় ওই ব্রিজ, মঙ্গলবার জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা।
মুন্সিয়ারির এসডিএম, একে শুক্লা জানিয়েছেন, ২০০৯ সালে নির্মিত হয় এই সেতু। ৪০ ফুট দীর্ঘ ছিল সেতুটি। সোমবার ট্রাক ও মেশিনের সম্মিলিত ওজন বইতে না পেরে ভেঙে পড়ে সেতুটি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ট্রাকচালক ও মেশিন অপারেটর আহত হয়েছেন।
ওই সেতুর ওজন বহন করার ক্ষমতা ছিল ১৮ টন এবং মেশিন ও ট্রাকের সম্মিলিত ওজন ছিল ২৬ টন, জানান তিনি।
এসডিএম আরও জানিয়েছেন, ট্রাক চালক ও মেশিন অপারেটরকে মুন্সিয়ারির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সেতু ধ্বসে পড়ার কারণে জোহর উপত্যকার প্রায় ১৫ টি সীমান্ত এলাকার গ্রাম যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
অন্য একটি সেতু নির্মাণে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে বলে এসডিএম জানিয়েছেন।