This Article is From Jan 14, 2020

Viral Video : যখন হঠাৎই হিমাচল প্রদেশে রাস্তার ওপর চলতে শুরু করল বরফের পাহাড়! কী হল তারপর দেখুন

এই ভিডিওটি হিমাচল প্রদেশের টিংকু নালার। এটি পুহের কাছাকাছি  অবস্থিত

Viral Video : যখন হঠাৎই হিমাচল প্রদেশে রাস্তার ওপর চলতে শুরু করল বরফের পাহাড়! কী হল তারপর দেখুন

এই ভিডিওটি হিমাচল প্রদেশের টিংকু নালার

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এখন ভীষণরকম ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, হাইওয়েতে তুষারধ্বসের ঘটনা ঘটছে। এই ভিডিওটি হিমাচল প্রদেশের। যেখানে দেখা যাচ্ছে হঠাতই হাইওয়ের ওপর তুষারধ্বসের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে । আর সেখানে উপস্থিত যারা রয়েছেন তারা সুরক্ষিত একটি জায়গার খোঁজ করছেন।

যতদূর জানা গেছে এই ভিডিওটি হিমাচল প্রদেশের টিংকু নালার। এটি পুহের কাছাকাছি  অবস্থিত। এই ভিডিও জানুয়ারির শুরুতে শেয়ার করা হয়েছে । এটিকে আইআর এস অফিসার নাভেদ ট্রুম্বু টুইটারে শেয়ার করেছেন।

এই ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে বরফের একটা অংশ রাস্তার ওপর ধীরে ধীরে এগিয়ে আসছে। আস্তে আস্তে তুষারধ্বসের অংশ এগিয়ে আসছে আর তখনই ওখানে উপস্থিত যারা ছিলেন তারা পিছন দিকে ছুটছেন। তারই মধ্যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি "পিছনে এসো, পিছনে এসো" বলে চিৎকার করছেন। এরপর দেখা যাচ্ছে, কিছু লোক নিজের গাড়িতে গিয়ে বসে পড়ছেন আর কিছু মানুষ ভিডিও তোলা জারি রাখছেন।

এই ভিডিওটিকে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে আইআরএস লিখেছেন কেউ কি কখনও চলতে থাকা হিমবাহের দৃশ্য দেখেছেন?

শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত এই ভিডিওটি ৭৬০০০ হাজার মানুষ দেখে ফেলেছেন। তেমনই এই ভিডিওতে কমেন্ট করেছেন অনেকে। একজন ইউজার যেমন টুইট করেছেন," হিমবাহ অনেক বড় হয় এবং তা ধীরে ধীরে চলে, এটি মোটেও হিমবাহ নয়। " তেমনই আরও একজন লিখেছেন, "এটি আসলে তুষারধ্বস এর একটি অংশ।
 

তেমনই আরও একজন লিখেছেন, "এটি আসলে তুষারধ্বস এর একটি অংশ।
 

কেউ কেউ আবার তুষারধ্বসের সামনে দাঁড়িয়ে যারা ছবি তুলেছেন, তাদেরকেও কটাক্ষ করেছেন।

কেউ কেউ আবার তুষারধ্বসের সামনে দাঁড়িয়ে যারা ছবি তুলেছেন, তাদেরকেও কটাক্ষ করেছেন।

.