This Article is From Oct 17, 2019

Viral: এক বাঘিনীর জন্য দুই বাঘের ‘হিংস্র’ লড়াই, ভিডিও জিতল ইন্টারনেট

রাজস্থানের রণথম্ভোর (Ranthambore) জাতীয় উদ্যানের বাসিন্দা এই দুই বাঘ। তাদের চিহ্নিত করা হয়েছে টি৫৭ ও টি৫৮ বলে।

Viral: এক বাঘিনীর জন্য দুই বাঘের ‘হিংস্র’ লড়াই, ভিডিও জিতল ইন্টারনেট

কেউ লিখেছেন এই লড়াই ‘‘রাজকীয়’’। কেউ আবার বলেছেন, এই লড়াই ‘‘ভয়ঙ্কর’’।

দুই বাঘের লড়াই (Fight Between Tigers)। সেই সাঙ্ঘাতিক লড়াইয়ের ভিডিও অনলাইনে আসতেই তা ভাইরাল (Viral Video) হয়ে গেল। রাজস্থানের রণথম্ভোর (Ranthambore) জাতীয় উদ্যানের বাসিন্দা এই দুই বাঘ। তাদের চিহ্নিত করা হয়েছে টি৫৭ ও টি৫৮ বলে। ভারতীয় বন পরিষেবা আধিকারিক প্রবীণ কাসওয়ান একথা জানিয়েছেন। তিনি টুইটারে ওই ভিডিও শেয়ার করেন বুধবার। এই লড়াইকে তিনি আখ্যা দেন দুই ভাইয়ের মধ্যে ‘পাশবিক ও হিংস্র' লড়াই বলে। ‘রণথম্ভোর গাইডস' অনুযায়ী, টি৫৭ বাঘটির নাম সিংস্খ। টি৫৮-এর নাম রকি। তারা দু'জনেই শর্মিলি নামের বাঘিনীর সন্তান। উদ্যানের জয়সিংপুরা অঞ্চলের বাসিন্দা তারা। কিন্তু কেন লড়াই করছিল তারা?

এই সুপার মডেলই দুনিয়ার সেরা সুন্দরী! বিজ্ঞানের দাবি তেমনই

আসলে এই দুই বাঘের লড়াইয়ের কেন্দ্রে এক বাঘিনী। তার নাম নূর। সংখ্যার হিসেবে সে টি৩৯। প্রবীণ কাসওয়ান একথা জানিয়েছেন।

ভিডিও দেখা যাচ্ছে কীভাবে একটি বাঘ অন্যজনের উপরে চড়াও হল ও লড়াই শুরু করল। মিনিটখানেকের ভিডিওটিতে ধরা পড়েছে কীভাবে তারা লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সেই বাঘিনী নূরকেও দেখা গিয়েছে এক লহমায়, ভিডিওর শুরুতে। তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

অতিকায় ময়াল আঁকড়ে ধরল গলা! ভিডিওয় ধরা পড়ল ভয়ঙ্কর মুহূর্ত

দেখে নিন সেই ভিডিও:

একদিন আগেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এরই মধ্যে ২৪,০০০ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। জমা পড়েছে বহু মন্তব্য।

কেউ লিখেছেন এই লড়াই ‘‘রাজকীয়''। কেউ আবার বলেছেন, এই লড়াই ‘‘ভয়ঙ্কর''।

কিন্তু লড়াইয়ে জিতল কে? প্রবীণ কাসওয়ান জানিয়েছে, টি৫৭ বা সিংস্খ নামের বাঘটিই জিতে গিয়েছে ওই লড়াই। তবে কেউই সেভাবে আহত হয়নি।

তিনি লিখেছেন, ‘‘অনেকেই জানতে চাইছেন লড়াইয়ের ফলাফল কী হল? জিতেছে টি৫৭। কেউই গুরুতর আহত হয়নি। টি৩৯ বাঘিনীর জন্যই এই লড়াই। তাকে ভিডিওটিতে দেখাও গিয়েছে।''

আপনার কী মনে হচ্ছে এই ভিডিও দেখে? কমেন্ট সেকশনে জানান।

Click for more trending news


.