Read in English
This Article is From May 28, 2018

পেট্রোলের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, প্রতিনিয়ত বেড়ে চলেছে জ্বালানির দাম। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, যানবাহন থেকে সাধারণ মানুষ। এর ফল ভুগতে হচ্ছে আমজনতাকেই

Advertisement
অল ইন্ডিয়া

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ট্যুইট করেন

Kolkata: দেশজুড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি ট্যুইট করে বলেন,  প্রতিনিয়ত বেড়ে চলেছে  জ্বালানির দাম। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, যানবাহন থেকে সাধারণ মানুষ। এর ফল ভুগতে হচ্ছে আমজনতাকেই।

পেট্রোলের মূল্য হ্রাস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে  কেন্দ্রকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে প্রশ্ন তোলেন, এই বিরুপ পরিস্থিতিতে কেন্দ্র কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না? কেন্দ্রের উচিৎ  ইতিবাচক ভূমিকা নেওয়া। 

Advertisement
বিগত কিছুদিন ধরে দেশে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল যুব  তৃণমূল কংগ্রেস।
Advertisement