Gandhi Jayanti: যোগী আদিত্যনাথ সকলের কাছে আবেদন করলেন মহাত্মা গান্ধি প্রদর্শিত পথে চলতে।
লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বুধবার মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে জনতার কাছে আবেদন রাখলেন ভাল নাগরিক হয়ে উঠতে মহাত্মা গান্ধি প্রদর্শিত পথে চলতে। লখনউয়ে গান্ধি জয়ন্তীর এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘‘মহাত্মা গান্ধির ১৫০তম জন্মবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানাই। আমার আশা, জাতির জনক প্রদর্শিত পথে আমরা অনুপ্রাণিত হব এবং সমাজ ও জাতির প্রতি আর বেশি অবদান রাখতে পারব।'' তিনি আরও বলেন, ‘‘গান্ধি জয়ন্তী ১২০টি দেশে পালিত হচ্ছে। বিশ্ব স্মরণ করছে কী করে এক মহাত্মা ধুতি পরে লাঠি হাতে ব্রিটিশদের দেশ থেকে তাড়িয়েছিলেন।''
বাংলায় গান্ধি জয়ন্তী উদযাপন, মহাত্মার জন্মবার্ষিকীতেও লাগল রাজনীতির রং
প্লাস্টির নিষিদ্ধ করা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষ বুঝতে পারছে না যে প্লাস্টিক তারা ছুঁড়ে ফেলছে তা কেবল আমাদের পরিপার্শ্ব ও পরিবেশকেই কলূষিত করছে না, আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি করছে যখন এটা দিয়ে খাবার বহন করা হচ্ছে। এটা গরুর মতো পশুসম্পদের জন্যও বড় বিপদ। এরা অনেক সময়ই খাবারের সঙ্গে প্লাস্টিকও খেয়ে ফেলে।''
“গান্ধিজির আত্মা কষ্ট পেত”, সরকারকে কটাক্ষ করে বললেন সনিয়া গান্ধি
তিনি আরও বলেন, ‘‘এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি প্লাস্টিকের ব্যবহার নিয়ে এবছরের স্বাধীনতা দিবসে একটি প্রকল্প শুরু করেছেন। আমি সমস্ত মানুষের কাছে আর্জি জানাই এই প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে দৈনিক আন্দোলনে সামিল হতে।''
তিনি স্বচ্ছ ভারত মিশনেরও প্রশংসা করেন। পাঁচ বছর আগে এই দিনেই ওই প্রকল্পের সূচনা হয়েছিল।
যোগী আদিত্যনাথ বলেন, ‘‘নরেন্দ্র মোদিজি সারাদেশে স্বচ্ছ ভারত মিশন শুরু করেন ২০১৪ সালের ২ অক্টোবর। গত পাঁছ বছরে এটি গণ আন্দোলনের চেহারা নিয়েছে। ১০ কোটিরও বেশি শৌচাগার গত ৫ বছরে দেশে তৈরি হয়েছে। এর মধ্যে ২.৬ কোটি শৌচাগার উত্তরপ্রদেশের দরিদ্র মানুষদের জন্য নির্মিত হয়েছে। সারা পৃথিবীতে এটি প্রশংসিত হয়েছে।''
দেখুন ভিডিও