চিদাম্বরম বলেন, ‘‘শাহিনবাগের থেকে অব্যাহতি চাওয়ার অর্থ অহিংসা ও সত্যাগ্রহ থেকে অব্যাহতি চাওয়া।’’
হাইলাইটস
- অমিত শাহর মন্তব্যের সমালোচনা করলেন চিদাম্বরম
- শাহিনবাগ নিয়ে অমিত শাহর মন্তব্যকে কটাক্ষ করলেন তিনি
- পরপর কয়েকটি টুইটে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন অমিত শাহ
নয়াদিল্লি: বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করলেন। শাহিনবাগ (Shaheen Bagh) নিয়ে অমিত শাহর মন্তব্যকে কটাক্ষ করে রবিবার চিদাম্বরম জানালেন, মহাত্মা গান্ধিকে যাঁরা অশ্রদ্ধা করে তাঁরাই শাহিনবাগ থেকে অব্যাহতি চান। শনিবার অমিত শাহ জানিয়েছিলেন, দিল্লিতে কোনও শাহিনবাগ থাকা উচিত নয়। এবং সেজন্য ভোটদাতাদের বিজেপির পদ্ম চিহ্ন টিপতে হবে। তিনি বলেন, ‘‘বিজেপি প্রার্থীকে দেওয়া আপনাদের ভোট দিল্লি ও এই দেশকে নিরাপদ করে তুলবে এবং শাহিনবাগের মতো হাজারো ঘটনাকে ব্যাহত করবে। আপনারা যখন ৮ ফেব্রুয়ারি বোতাম (ইভিএম) টিপবেন, তখন এত রাগের সঙ্গে করুন যে তার ধাক্কা যেন শাহিনবাগ থেকে অনুভূত হয়।''
"পুরোপুরি অভ্যন্তরীণ", ইউরোপীয় ইউনিয়নের CAA বিরোধী প্রস্তাবে বলল ভারত
অমিত শাহর এমন মন্তব্যের সমালোচনা করেছেন পি চিদাম্বরম। তিনি এই নিয়ে একাধিক টুইট করে আক্রমণ করেন অমিত শাহকে। তিনি লেখেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী শাহিনবাগের থেকে অব্যাহতি পেতে ভোট দেওয়ার কথা বলছেন। যাঁরা গান্ধিজিকে অশ্রদ্ধা করেন, কেবল তাঁরাই শাহিনবাগের থেকে অব্যাহতি চাইবেন। শাহিনবাগ মহাত্মা গান্ধির সত্তার প্রতিনিধিত্ব করছে।''
তিনি আরও জানান, ‘‘শাহিনবাগের থেকে অব্যাহতি চাওয়ার অর্থ অহিংসা ও সত্যাগ্রহ থেকে অব্যাহতি চাওয়া।''