This Article is From Jun 15, 2020

মহাকাশ আর পদার্থবিদ্যার রসায়ন নিয়ে বেশ উৎসুক ছিলেন সুশান্ত, দেখুন পোস্ট

কাই পো চে আর কেদারনাথের পরিচালক অভিষেক কাপুর লিখেছেন, "সুশান্ত সিং রাজপুত বিজ্ঞান পাগল ছিলেন

মহাকাশ আর পদার্থবিদ্যার রসায়ন নিয়ে বেশ উৎসুক ছিলেন সুশান্ত, দেখুন পোস্ট

এই ছবি শেয়ার করেন সুশান্ত সিং রাজপুত। (সৌজন্য sushantsinghrajput)

হাইলাইটস

  • বিজ্ঞান পাগল ছিলেন সুশান্ত। টুইট অভিষেক কাপুরের
  • সার্নের দফতরে গিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি, ইনস্টা গ্রাম পোস্টে স্পষ্ট
  • বাড়িতে বসিয়েছিলেন টেলিস্কোপও
মুম্বই:

মহাকাশ আর পদার্থবিদ্যার মধ্যে যে রসায়ন, সেটা বরাবর টানত সুশান্ত সিং রাজপুতকে। সার্নের দফতরে গিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখলেই সেটা নিশ্চিত। এদিকে আবার প্রিয় তারকার মৃত্যুর পর ঘনিষ্ঠ মহল থেকে একাধিক ছবি সোশাল মিডিয়াতে পোস্ট হয়েছে। কাই পো চে আর কেদারনাথের পরিচালক অভিষেক কাপুর লিখেছেন, "সুশান্ত সিং রাজপুত বিজ্ঞান পাগল ছিলেন।" প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, অ্যাস্ট্রো-ফিজিক্স নিয়ে ওর সঙ্গে একবার আলোচনা হয়েছিল। সেই আলোচনা কোনওদিন ভুলবো না।

দেখে নিন পোস্টগুলো:

Wow just look at this beauty! #lookingUp

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

The My Side Of The Moon #dreams

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

অ্যাস্ট্রোফিজিসিস্ট চিকিৎসক করণ জানি কী বলেছেন দেখুন: 

(আপনার নজরে কোনও অবসাদগ্রস্ত পরিচিত থাকলে তাঁকে নিকটবর্তী মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান)

Helplines: AASRA: 91-22-27546669 (24 hours) Sneha Foundation: 91-44-24640050 (24 hours) Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours) iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm) Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

.