This Article is From Nov 28, 2019

KBC: কলেজে ভর্তি হওয়ার জন্য ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা সুধা মূর্তিকে কী শর্ত দিয়েছিলেন অধ্যক্ষ?

ফিনালে এপিসোডে "ইনফোসিস ফাউন্ডেশনের" সহ-প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত "সুধা মূর্তি" (Sudha Murthy) কে দেখা যাবে।

KBC: কলেজে ভর্তি হওয়ার জন্য ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা সুধা মূর্তিকে কী শর্ত দিয়েছিলেন অধ্যক্ষ?

"কৌন বনেগা ক্রোড়পতির" (Kaun Banega Karorpati) ১১ তম সিজনের শেষ এপিসোড শুক্রবার সম্প্রচারিত হবে

নয়াদিল্লি:

"কৌন বনেগা ক্রোড়পতির"(Kaun Banega Karorpati) ১১ তম সিজনের শেষ পর্ব শুক্রবার সম্প্রচারিত হবে। প্রত্যেক বছরের মতো এবছরও একজন বিশেষ ব্যক্তিকে দিয়েই এবারের মতো শো শেষ করা হবে। এবছর ফিনালে এপিসোডে "ইনফোসিস ফাউন্ডেশনের" সহ-প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত "সুধা মূর্তি"(Sudha Murthy) কে দেখা যাবে। এই শোয়ের শেষ এপিসোডের একটি টিজার SONY TV ইতিমধ্যেই তাদের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন, সুধা মূর্তিকে স্টেজে ডাকার সময় বলছেন, তিনি একজন অসাধারণ সমাজকর্মী। তার সঙ্গে সঙ্গেই ভিডিওতে সুধা মূর্তির জীবনের সম্পর্কে নানান দিক দেখানো হচ্ছে।

সইফকে দু'বার কে 'না' বলেছিলেন করিনা?

টিজারে দেখা যাচ্ছে সুধা মূর্তি কথা শুরু করছেন নিজের ইঞ্জিনিয়ারিং কলেজ জীবন দিয়ে। যেখানে তিনি বলছেন যে কর্নাটকের হুবলির ইঞ্জিনিয়ারিং কলেজে যখন তিনি অ্যাডমিশন নিয়েছিলেন তখন ৫৯৯ জন ছেলের মধ্যে তিনি ছিলেন একমাত্র মহিলা। পাশাপাশি সুধা জানান কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তার প্রিন্সিপাল তাকে তিনটি শর্ত দিয়েছিলেন । একটি কলেজে সব সময় শাড়ি পরে আসতে হবে, কলেজ ক্যান্টিন থেকে দূরে থাকতে হবে এবং তিন নম্বর, ছেলেদের সঙ্গে কোনোভাবেই কথা বলা যাবে না।

এরপরে সুধা মূর্তি জানান, " প্রিন্সিপালের দেওয়া প্রথম শর্ত আমি মেনে নিয়েছিলাম কারণ কলেজের ক্যান্টিন এতটাই খারাপ ছিল যে আমি নিজেই সেখানে খাবার জন্য কখনোই যাইনি।" তৃতীয় শর্তর বিষয়ে বলার সময় তিনি জানান, "আমি এক বছর ধরে ছেলেদের সঙ্গে কোনও কথাই বলিনি । কিন্তু সেকেন্ড ইয়ারে যখন সবাই জানতে পারে যে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি তখন ওরা নিজে থেকেই এসে কথা বলতে শুরু করে।" ৫ মিনিটের এই টিজারে তিনি "ইনফোসিস ফাউন্ডেশনে"  কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানান। পাশাপাশি তিনি বলেন দেবদাসী সমাজের জন্য তিনি কাজ করেছেন, ১৬০০০ শৌচালয় তৈরি করিয়েছেন তিনি।
 

দেখুন সেই ভিডিও

এই ভিডিওটি ২৬ শে নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এখনও পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। "কৌন বনেগা ক্রোড়পতি" ১১ তম সিজন ২৯ শে নভেম্বর শেষ হচ্ছে। শুক্রবার রাত ৯ টায় সনি টিভিতে সম্প্রচারিত হবে।

.