தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 02, 2018

আমি নিশ্চিত রাফাল নিয়ে তদন্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেহাই পাবেন না: রাহুল

যুদ্ধ বিমান রাফাল কেনা সংক্রান্ত একটি নতুন  অনুসন্ধান মূলক রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

Advertisement
অল ইন্ডিয়া

 নিউজ পোর্টাল দ্য ওয়ারের প্রকাশিত প্রবন্ধকে হাতিয়ার করে আক্রমণ শানালেন রাহুল।                                                              

Highlights

  • একটি নতুন অনুসন্ধান মূলক রিপোর্টকে হাতিয়ার করে সুর চড়ালেন রাহুল
  • রাফালে কেনা নিয়ে তদন্ত হলে প্রধানমন্ত্রী রেহাই পাবেন না , দাবি রাহুলের
  • এটি নিউজ পোর্টাল দ্য ওয়ারের প্রকাশিত প্রবন্ধ
নিউ দিল্লি :

যুদ্ধ বিমান রাফাল কেনা সংক্রান্ত একটি নতুন  অনুসন্ধান মূলক রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি বলেন, আমি নিশ্চিত  রাফালে কেনা নিয়ে তদন্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  রেহাই পাবেন না।  এটি নিউজ পোর্টাল দ্য ওয়ারের প্রকাশিত  প্রবন্ধ।

বুঝতে পারছি প্রধানমন্ত্রীর মানসিক অবস্থা, রাফাল তদন্ত ওঁকে শেষ করে দেবে: রাহুল

এই রিপোর্টে বলা হয়েছে ফ্রান্সের যে সংস্থা যুদ্ধ বিমান বানাচ্ছে তারা অনিল আম্বানির অন্য একটি প্রকল্পে গত বছর 40  মিলিয়ন ইউরো  বিনিয়োগ করেছে। আরও বলা এই  বিনিয়োগের ফলে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার নামে ওই সংস্থার 284 কোটি টাকার মুনাফা হয়েছে।   

Advertisement

রাফাল নিয়ে দুর্নীতি চাপা দিতেই সরানো হল সিবিআই অধিকর্তাকে, বললেন সোমেন মিত্র

এ ব্যাপারে  জানতে  এনডিটিভি'র  তরফে  ফ্রান্সের বিমান নির্মাণকারী সংস্থা  এবং  অনিল আম্বানি রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ  করা  হয়। ফ্রান্সের সংস্থা এখনও এনডিটিভির করা  টেস্কট ও হোয়াটস অ্যাপ মেসেজের উত্তর দেয়নি। অন্যদিকে অনিল আম্বানি রিলায়েন্স গোষ্ঠী জানিয়েছে দ্য ওয়ারের প্রবন্ধ সম্পর্কে তারা  প্রতিক্রিয়া দেবে না।

Advertisement

রাফাল নিয়ে ভবানীপুরে বিক্ষোভ সমাবেশ কংগ্রেসের

 ডিসক্লেইমারঃ  অনিল আম্বানি রিলায়েন্স গোষ্ঠির তরফে রাফাল সংক্রান্ত খবরের জন্য এনডিটিভির বিরুদ্ধে 10,000 কোটি  টাকার  মামলা  হয়েছে।      

Advertisement

 

Advertisement