This Article is From Jan 13, 2019

অখিলেশ এবং মায়াবতীকে শ্রদ্ধা করি, জোট প্রসঙ্গে মত কংগ্রেস সভাপতির

কংগ্রেস সভাপতির সাংবাদিক সম্মেলনের আগে শনিবার সকালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোটের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন অখিলেশ যাদব এবং মায়াবতী

বিজেপিকে পরাস্ত করতে পারলে তাঁদের বাদ রেখে জোট করায় সমাজবাদী পার্টি বা বহুজন সমাজপার্টির উপর হতাশ হবেন না  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি

হাইলাইটস

  • দুবাইতে গিয়ে শনিবার এই জোট সম্পর্কে প্রতিক্রিয়া দেন রাহুল
  • আমি এসপি এবং বিএসপি নেতাদের শ্রদ্ধা করিঃ কংগ্রেস সভাপতি
  • কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোটের কথা ঘোষণা করেছে এসপি - বিএসপি
নিউ দিল্লি:

বিজেপিকে পরাস্ত করতে পারলে তাঁদের বাদ  রেখে জোট করায় সমাজবাদী পার্টি বা বহুজন সমাজপার্টির উপর হতাশ হবেন না  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। দুবাইতে গিয়ে শনিবার এই জোট সম্পর্কে প্রতিক্রিয়া দেন রাহুল। সাংবাদিকদের তিনি বলেন, ‘ওরা উত্তরপ্রদেশে একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে। সে রাজ্যের মানুষদের দেওয়ার মতো অনেক কিছু আছে আমাদের কাছে। আমি এসপি এবং বিএসপি নেতাদের শ্রদ্ধা করি আর এটাও মানি যে তাঁরা নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিতেই পারেন। এমতাবস্থায় উত্তরপ্রদেশে সংগঠন বাড়ানো আমাদের কাজ। আর আমরা সেটা করবো।' এরপরই তিনি বলেন, ‘ ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট করছে কংগ্রেস। আর সেই মতো বিজেপিকে পরাস্ত করতে পারলে  আমাদের বাদ রেখে জোট করায় সমাজবাদী পার্টি বা বহুজন সমাজপার্টির উপর হতাশ হব না। তবে কংগ্রেস সম্পর্কে তারা যা বলেছে সেটা ঠিক নয়।'

কাশ্মীরে আইইডি বিশেষজ্ঞ সহ দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

কংগ্রেস সভাপতির সাংবাদিক সম্মেলনের আগে শনিবার সকালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোটের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন অখিলেশ যাদব এবং মায়াবতী।  তাঁরা স্পষ্ট করে জানিয়ে দেন এই জোটে কংগ্রেসকে নেওয়া হচ্ছে না। শুধু তাই নয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী কংগ্রেসকে আক্রমণও করেন। তিনি বলেন অতীত থেকে বোঝা যায় কংগ্রেস আমাদের দিকে ভোট আনতে পারে না। ওরা হয়ত চক্রান্ত করে বিজেপির দিকে  ভোট পাঠিয়ে দেয়। এরপর কংগ্রেস এবং বিজেপিকে একই সারিতে এনে বাক্যবাণে বিদ্ধ করেন বিএসপি সুপ্রিমো। তাঁকে বলতে শোনা যায়, কংগ্রেস এবং বিজেপি দুটি দলই প্রতিরক্ষা বিষয়ক চুক্তি নিয়ে দুর্নীতি করে।

এর আগে  ২০১৭ সালে সে রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে  জোট করেন অখিলেশ। রাহুল এবং অখিলেশ- দু'জনই নিজেকের ‘উত্তরপ্রদেশের ছেলে' বলে তুলে ধরার চেষ্টাও করেন নির্বাচনের প্রচারে কিন্তু তাতে সাফল্য আসেনি। বিরাট জয় পায় বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ।

.